• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন রেজিস্ট্রেশন

chayan

Staff member
Administrator
#1
যে ডোমেইন নাম গুলো এখনো রেজিস্ট্রেশন করা হয় নাই অথবা আগে রেজিস্ট্রেশন করা হয়েছিল, কাস্টমার রিনিউ না করার জন্য রেজিস্ট্রার কোম্পানি ডিলেট করে দিয়েছে। এই ধরনের ডোমেইন নাম গুলো আপনি রেজিস্ট্রেশন করার মাধ্যমে কিনতে পারবেন।

প্রথমে আপনার পছন্দের যে কোন একটি ডোমেইন রেজিস্ট্রার কোম্পানি বা ডোমেইন রিসেলার প্রোভাইডার কোম্পানির ওয়েব পোর্টালে ভিজিট করুন। ওয়েব পোর্টালে ডোমেইন রেজিস্ট্রেশন করার জন্য সার্চ বক্স পাবেন। সেই সার্চ বক্সে ডোমেইন নামটি লিখে সার্চ করুন।

আপনার সার্চকৃত ডোমেইন নামটি রেজিস্ট্রেশন করার জন্য অ্যাভেইলেবল থাকলে, আপনি চেকআউট বাটনে ক্লিক করে কন্টিনিউ করুন এবং ওয়েব পোর্টালে আপনার সঠিক তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট খুলুন। তারপর পেমেন্ট করুন। ব্যাস হয়ে গেল আপনার ডোমেইন রেজিস্ট্রেশন।

ডোমেইন নাম রেজিস্ট্রেশন সর্বনিম্ন ১ বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের জন্য করতে পারবেন। ডোমেইন রিনিউ করার ক্ষেত্রে, সর্বনিম্ন ১ বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের জন্য রিনিউ করতে পারবেন।

যে কোম্পানিগুলো মার্কেটে স্টাবলিশ ও রেপুটেড এবং ভাল সিকিউরিটির, স্ট্যান্ডার্ড প্রাইস, ইউজার ফ্রেন্ডলি মানেজমেন্ট ফিচারস ও ২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট দেয়। এমন কোম্পানি দেখে, ডোমেইন রেজিস্ট্রেশন সার্ভিস নিন।

আর্টিকেলটি স্পন্সর করেছে, Exonhost কোম্পানি। কোম্পানিটি দেশ ও দেশের বাহিরের মার্কেটে বেশ সুনামের সাথে ডোমেইন-হোস্টিং সার্ভিস প্রোভাইড করছে। কোম্পানিটির সার্ভিস কোয়ালিটি ও কাস্টমার সাপোর্ট খুবই দুর্দান্ত।

আশা করছি, এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। আর্টিকেলটি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
 
Last edited:
Top