• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

আপনার ডোমেইন এর সুরক্ষা নিশ্চিত করুন

chayan

Staff member
Administrator
#1
আপনার ওয়েবসাইটের শুরুতে কোন ভ্যালু নাও থাকতে পারে, কিন্তু একটা সময়ে গিয়ে আপনার ওয়েবসাইট অনেক মূল্যবান হতে পারে। আর একটি ওয়েবসাইটের মেরুদণ্ড হচ্ছে ডোমেইন। ডোমেইন ছাড়া আপনার ওয়েবসাইট একদমই অচল।

আপনার ডোমেইন এর সুরক্ষা নিশ্চিত করতে, যে কাজ গুলো করবেনঃ
  • আপনার ডোমেইন এর রেজিসট্রান্টে সঠিক তথ্য দিয়ে রাখুন। যেমনঃ আপনার নাম, ইমেইল, ফোন নাম্বার, ঠিকানা ইত্যাদি। এই তথ্যগুলো কখনোই ভুল দিবেন না। কারন এই তথ্য গুলোর মাধ্যমে আপনার ডোমেইন এর মালিকানা বোঝানো হয়।
  • ডোমেইন এর ম্যানেজ অপশন থেকে ডোমেইনটির রেজিস্ট্রার লক করে রাখুন। শুধুমাত্র তখনই রেজিস্ট্রার আনলক করবেন, যখন অন্য রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফ্রার করবেন।
  • ডোমেইন-এ Whois protection ( হুইজ সুরক্ষা ) সার্ভিসটি ব্যবহার করুন। এই সার্ভিসটি অনেক রেজিস্ট্রার কোম্পানি ফ্রিতে দেয়। আবার অনেক রেজিস্ট্রার কোম্পানি এই সার্ভিসটির জন্য ১ থেকে ৯ ডলার প্রতি বছরে চার্জ নেয়। এই সার্ভিসটি আপনি ব্যবহার করলে, ডোমেইন এর রেজিসট্রান্টে দেওয়া তথ্যগুলো জনসাধারণের কাছ থেকে লুকিয়ে রাখা হবে।
  • যে কোম্পানি থেকে ডোমেইন সার্ভিস নিবেন, সেই কোম্পানি পোর্টালে একাউন্ট খোলার সময় পাসওয়ার্ডটি শক্তিশালী ভাবে দিন এবং পোর্টাল এর সিকিউরিটি অপশন থেকে টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেমটি অন করে রাখুন। যে ইমেইল এর মাধ্যমে ডোমেইন-হোস্টিং কোম্পানির পোর্টালে একাউন্ট খুলবেন, সেই ইমেইলের সিকিউরিটিও নিশ্চিত করুন।

সিকিউরিটি সম্পর্কে অতিরিক্ত পরামর্শঃ যে কম্পিউটার বা স্মার্টফোন দিয়ে ক্যাক ও ম্যালওয়ার যুক্ত সফটওয়্যার নিয়ে ঘাটাঘাটি বা ব্যবহার করেন। সেই কম্পিউটার বা স্মার্টফোন দিয়ে ডোমেইন এর কন্ট্রোল প্যানেলে প্রবেশ না করাই ভালো। সতর্ক না থাকলে, কোথা থেকে কিভাবে ক্ষতির শিকার হবেন। তা নিজেও টের পাবেন না।

আর্টিকেলটি স্পন্সর করেছে, Exonhost কোম্পানি। কোম্পানিটি দেশ ও দেশের বাহিরের মার্কেটে বেশ সুনামের সাথে ডোমেইন-হোস্টিং সার্ভিস প্রোভাইড করছে। কোম্পানিটির সার্ভিস কোয়ালিটি বেশ ভাল এবং 24 ঘণ্টা কাস্টমার সাপোর্ট পাবেন।

আশা করছি, এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। আর্টিকেলটি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
 
Last edited:
Top