• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

একজন অনলাইন উদ্যোক্তা বা ব্লগারের কাছে ডোমেইন হোস্টিং সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ

chayan

Staff member
Administrator
#1
একজন অনলাইন উদ্যোক্তা বা ব্লগারের কাছে ডোমেইন হোস্টিং সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ। যে ডোমেইন-হোস্টিং কোম্পানিগুলো মার্কেটে স্টাবলিশ ও রেপুটেড এবং মাসের পর মাস, বছরের পর বছর কাস্টমারদের সার্ভিসের নিরাপত্তা দিয়ে আসছে। সার্ভিসে কোন সমস্যা হলে, দ্রুত সমাধান করে দিয়ে আসছে। এমন কোম্পানি দেখে ডোমেইন হোস্টিং সার্ভিস নিতে হবে।

এমন কোন কোম্পানি বা ব্যক্তির কাছ থেকে সার্ভিস নেওয়া যাবে না। যারা কাস্টমারদের অন্ধকারে রেখে, কিছুদিন পর মার্কেট থেকে হারিয়ে যাবে। এমনটি যারা করে, তারা আসলে শখের বশে বা খুশির ঠেলায় ডোমেইন হোস্টিং সার্ভিসের ব্যবসা করতে আসে।

তাদের প্রধান সমস্যাঃ ব্যবসা করার জন্য যথেষ্ট মূলধন নেই এবং তারা নিজেরা ডোমেইন হোস্টিং সার্ভিসে যথেষ্ট টেকনিক্যাল এক্সপার্ট নয়। ব্যবসা করার জন্য যথেষ্ট মূলধন না থাকায়, প্রফেশনাল ভাবে মার্কেটিং করতে পারে না এবং এক্সপার্ট কোন টেকনিক্যাল পার্সন কে হায়ার ও করতে পারে না। শেষমেশ দেখা যায় এমন ব্যবসায়ীরাই বাইপাস/ক্রাকঃ বিলিং পোর্টাল ও ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল ব্যবহার করে, যা কাস্টমারদের নিরাপত্তার অনেক বড় হুমকি।

যাইহোক আমার এই কথাগুলো অনেকের হয়তো গায়ে লাগবে। এই গ্রুপটি ইউজারদের কোন কোম্পানির নয়। আপনি একজন ইউজার হিসেবে মন খুলে, এই গ্রুপে কথা বলতে পারবেন।

ডোমেইন হোস্টিং সার্ভিস নিয়ে কোন সমস্যায় পড়লে, বিস্তারিত লিখে গ্রুপে পোস্ট করবেন। ইনশাআল্লাহ কমেন্ট বক্স থেকে অনেকেই সহযোগিতা করবে।
 
Last edited:
Top