• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

সময় যেমন কারো জন্য অপেক্ষা করে না। ঠিক তেমনি ডোমেইন ও কারো জন্য অপেক্ষা করে না।

chayan

Staff member
Administrator
#1
বর্তমান সময়ের হিসাব মতে, .COM এক্সটেনশনের এক্টিভ ডোমেইন সংখ্যা ২১২ মিলিয়নেরও বেশি হবে।

জনপ্রিয় কয়েকটি এক্সটেনশনের এক্টিভ ডোমেইন সংখ্যাঃ .NET ১৯+ মিলিয়ন, .ORG ১৪+ মিলিয়ন, .XYZ 9+ মিলিয়ন, .INFO ৭+ মিলিয়ন, .BIZ ৩+ মিলিয়ন, .CO ৩+ মিলিয়ন, .DE ২২+ মিলিয়ন, .UK ১৮+ মিলিয়ন, .FR ৫+ মিলিয়ন ও .CN ২৪+ মিলিয়ন।

.COM এক্সটেনশনের এক্টিভ ডোমেইন সংখ্যা দেখে কি মনে হয় ?
রেজিস্ট্রেশন করে কিনার জন্য .COM এক্সটেনশনের ভাল কী-ওয়ার্ড এর ডোমেইন নাম খালি পাবেন ?

.COM এক্সটেনশনের ভাল কী-ওয়ার্ড এর ডোমেইনগুলো আজ থেকে বিশ বা পঁচিশ বছর আগে রেজিস্ট্রেশন হয়ে বসে আছে। তখন হয়তো আমাদের অনেকের জন্ম হয় নাই বা আমরা অনেকেই ইন্টারনেট ও ডোমেইন সম্পর্কে তেমন কিছুই বুঝি না। নোটঃ সত্যি বলতে, আমরা বাঙালিরা এই সেক্টরে অনেক পিছিয়ে।

বর্তমান সময়ে ভাল কী-ওয়ার্ড এর একটি ডোমেইন নাম কিনতে, বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়।

প্রতিদিন ডোমেইন মার্কেটপ্লেসগুলোতে কি পরিমান দামে ডোমেইন বেচা-কেনা হচ্ছে। তার কিছুটা হলেও Namebio এর সেল রিপোর্ট থেকে দেখতে পাবেন।

আপনার ডোমেইন আপনি যখন রিনিউ করছেন না। তখন রেজিস্ট্রার ডোমেইনটি কোম্পানি ডিলেট করে দিবে অথবা আপনার ডোমেইনটি এক্সপায়ার অকশনে দিয়ে দিবে।

আপনার ডোমেইনটি ভাল কী-ওয়ার্ড এর হলে, রেজিস্ট্রার কোম্পানি ডিলেট করে দিলে অনেকে ব্যাক অর্ডার করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। রেজিস্ট্রার কোম্পানি ডোমেইনটি এক্সপায়ার অকশনে দিলে ও অনেকে বিড করে ডোমেইনটি জিতে নেওয়ার চেষ্টা করবে।

নোটঃ সময় এবং ডোমেইন কারো জন্য অপেক্ষা করে না।

আশা করছি, এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। আর্টিকেলটি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
 
Last edited:
Top