• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

কম খরচে ডোমেইন-হোস্টিং রিনিউ করার উপায়

chayan

Staff member
Administrator
#1
কম খরচে ডোমেইন রিনিউ করার সহজ উপায় হচ্ছে, অন্য কোন রেজিস্ট্রার কোম্পানিতে ট্রান্সফার অফার দেখে, ডোমেইন ট্রান্সফার করুন।

আপনি যদি এক সাথে অনেকগুলো ডোমেইন রিনিউ করেন, তাহলে বর্তমান রেজিস্ট্রার কোম্পানির সাপোর্টে রিনিউ অফারের জন্য বলতে পারেন। আর যদি রেজিস্ট্রার কোম্পানি অফার না দেয়। তাহলে অন্য রেজিস্ট্রার কোম্পানির ট্রান্সফার অফার খুঁজুন।

নোটঃ ডোমেইন ট্রান্সফার এর পর বর্তমান মেয়াদ এর সাথে এক বছর সময় যুক্ত করে দেওয়া হয়। ডোমেইন ট্রান্সফার রিনিউ এর মতনই কাজ করে, শুধু রেজিস্ট্রার কোম্পানি পরিবর্তন হবে। আমি নিজেও এই কৌশল অবলম্বন করে প্রতিনিয়ত ডোমেইন রিনিউ করি।

হোস্টিং এর জন্য সেম পদ্ধতিতে, মার্কেটে এস্টাবলিশ ও রেপুটেড এমন কোন কোম্পানির হোস্টিং অফার খুঁজুন। সারা বছরই প্রায় প্রতিটি কোম্পানি নতুন বা পুরাতন কাস্টমারদের জন্য স্পেশাল ভাবে হোস্টিং অফার দেয়।

অধিকাংশ কোম্পানি কাস্টমারদের সার্ভার মাইগ্রেশন সার্ভিস ফ্রিতে দেয়। সার্ভার মাইগ্রেশনের অসংখ্য টিউটিরিয়াল ইউটিউবে রয়েছে, টিউটিরিয়াল দেখে আপনি চাইলে নিজেও হোস্টিং সার্ভার পরিবর্তন করতে পারবেন।
 
Last edited:
Top