• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

গোড্যাডিতে থাকা ডোমেইন এর মেয়াদ শেষ হওয়ার সময় রেখা।

chayan

Staff member
Administrator
#1
আপনার ডোমেইন যদি গোড্যাডিতে থাকে, তাহলে অবশ্যই এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

গোড্যাডিতে থাকা ডোমেইন এর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর, প্রথম দিন অটো রিনিউ অন থাকলে এবং কার্ডে যথেষ্ট ব্যালেন্স থাকলে অটোমেটিক রিনিউ হয়ে যাবে। অথবা মেনুয়ালি রিনিউ করার সুযোগ পাবেন ( অতিরিক্ত জরিমানা ছাড়া, রেগুলার প্রাইসে রিনিউ করা যাবে )

৫ তম দিনঃ অটো রিনিউ অন থাকলে এবং কার্ডে যথেষ্ট ব্যালেন্স থাকলে, অটোমেটিক রিনিউ হয়ে যাবে। অটো রিনিউ না হলে, ডোমেইন এর সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে এবং গোড্যাডির একটি ল্যান্ডিং পেজে পার্ক করে রাখা হবে। মেনুয়ালি রিনিউ করার সুযোগ পাবেন ( অতিরিক্ত জরিমানা ছাড়া, রেগুলার প্রাইসে রিনিউ করা যাবে )

১২ তম দিনঃ অটো রিনিউ অন থাকলে এবং কার্ডে যথেষ্ট ব্যালেন্স থাকলে, অটোমেটিক রিনিউ হয়ে যাবে। অথবা মেনুয়ালি রিনিউ করার সুযোগ পাবেন ( অতিরিক্ত জরিমানা ছাড়া, রেগুলার প্রাইসে রিনিউ করা যাবে )

১৯ তম দিনঃ ডোমেইনটি হোল্ড করে রাখা হবে। এখন ডোমেইনটি মেনুয়ালি রিনিউ করতে হবে এবং রেগুলার প্রাইসের সাথে অতিরিক্ত জরিমানা দিতে হবে।

২৬ তম দিনঃ ডোমেইনটি ক্সপায়ার্ড অকশনে চলে যাবে। এখনো আপনি মেনুয়ালি রিনিউ করতে পারবেন। তবে রেগুলার প্রাইসের সাথে অতিরিক্ত জরিমানা দিতে হবে।

৩০ তম দিনঃ ক্সপায়ার্ড অকশনে কোন বিড না থাকলে, আপনি রেগুলার প্রাইসের সাথে অতিরিক্ত জরিমানা দিয়ে রিনিউ করতে পারবেন। নোটঃ অকশনে এক্টিভ কোন বিড থাকলে, আপনি রিনিউ করতে পারবেন না।

৩৬ তম দিনঃ এই সময় ডোমেইনটি চূড়ান্ত ক্লোজ আউট অকশনে চলে যাবে। অকশনে এক্টিভ কোন বিড না হওয়া পর্যন্ত, আপনি রেগুলার প্রাইসের সাথে অতিরিক্ত জরিমানা দিয়ে রিনিউ করতে পারবেন।

৪১ তম দিনঃ ডোমেইনটি ক্সপায়ার্ড অকশনে থাকার সময় শেষ এবং আপনি রেগুলার প্রাইসের সাথে অতিরিক্ত জরিমানা দিয়ে রিনিউ করতে পারবেন।

৭২ তম দিনঃ আপনার গোড্যাডির অ্যাকাউন্ট থেকে ডোমেইনটি রিমুভ করা হবে এবং আপনি আর ডোমেইনটি রিনিউ করার সুযোগ পাবেন না।

নোটঃ এই নিয়মটি গোড্যাডি যেকোনো সময় পরিবর্তন করতে পারে।
আর্টিকেল সোর্সঃ godaddy Domain Expiration timeline
 
Last edited:
Top