• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

মার্কেট লিডার হিসেবে

chayan

Staff member
Administrator
#1
মার্কেট লিডার হিসেবে গোড্যাডির রয়েছে ২২+ মিলিয়ন এক্টিভ কাস্টমার এবং সেই ২২+ মিলিয়ন কাস্টমারের রয়েছে ৭৫+ মিলিয়ন এক্টিভ ডোমেইন।

নেমচিপ দ্বিতীয় স্থানে রয়েছে, নেমচিপের রয়েছে ৩+ মিলিয়ন এক্টিভ কাস্টমার এবং ৩+ মিলিয়ন কাস্টমারের রয়েছে ১৪ মিলিয়ন এক্টিভ ডোমেইন।

টুকোওস ডোমেইনস রয়েছে তৃতীয় স্থানে, টুকোওস ডোমেইনস এর কাস্টমারদের রয়েছে ১১+ মিলিয়ন এক্টিভ ডোমেইন।

গুগল রয়েছে চতুর্থ স্থানে, গুগল এর কাস্টমারদের রয়েছে ৭+ মিলিয়ন এক্টিভ ডোমেইন।

নেটওয়ার্ক সলিউশন রয়েছে পঞ্চম স্থানে, নেটওয়ার্ক সলিউশন এর কাস্টমারদের রয়েছে ৬+ মিলিয়ন এক্টিভ ডোমেইন।

আলিবাবা ক্লাউড রয়েছে ষষ্ঠ স্থানে, আলিবাবা ক্লাউড এর কাস্টমারদের রয়েছে ৬+ মিলিয়ন এক্টিভ ডোমেইন।

পাবলিক ডোমেইন রেজিস্ট্রি ( PDR ) রয়েছে সপ্তম স্থানে, PDR এর কাস্টমারদের রয়েছে ৫+ মিলিয়ন এক্টিভ ডোমেইন।

আরও বিস্তারিত তথ্য এবং তথ্যসূত্র জানতে কমেন্ট বক্স ফলো করুন।
 
Last edited:
Top