• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

দেশের ডোমেইন হোস্টিং কোম্পানির যেমন দুর্নাম রয়েছে, তেমন অনেক কোম্পানির বেশ ভালো সুনাম ও রয়েছে।

chayan

Staff member
Administrator
#1
বর্তমানে দেশে যে পরিমাণ ডোমেইন হোস্টিং এর চাহিদা রয়েছে, কয়েক বছর পর আরো অনেক গুণ বেশি চাহিদা বাড়বে। দেশের মার্কেট বড় করতে হলে, ডোমেইন-হোস্টিং কমিউনিটি গুলোতে দেশীয় কোম্পানিদের সুযোগ দিতে হবে এবং দেশীয় কোম্পানিদের সার্ভিস ব্যবহার করতে হবে। তাছাড়া আমি নিজেও মন থেকে চাই, দেশের মার্কেট বড় হোক এবং আমাদের দেশের ডোমেইন রেজিস্ট্রার, ডাটা সেন্টার ও ডোমেইন মার্কেটপ্লেসের মতন কোম্পানির গড়ে উঠুক।

তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দেশের ভিতরে যে কোম্পানিগুলো সুনামের সাথে ডোমেইন-হোস্টিং সার্ভিস দিয়ে আসছে, সেই কোম্পানিগুলো আমাদের গ্রুপে পোস্ট এবং কমেন্ট বক্সে মার্কেটিং করতে পারবে এবং গ্রুপ অ্যাডমিনদের পক্ষ থেকে দেশীয় কোম্পানিরগুলোর সার্ভিস সম্পর্কে রিভিউ আর্টিকেল প্রকাশ করা হবে।

আমাদের শর্তগুলো হলোঃ
১, ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানির ওয়েব পোর্টাল লিগ্যাল ওয়েতে থাকতে হবে।

২, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট ও মূসক বা ভ্যাট রেজিস্ট্রেশন থাকতে হবে।

৩, হোস্টিং সার্ভিসের কন্ট্রোল প্যানেল লিগ্যাল ওয়েতে থাকতে হবে।

৪, রেজিস্ট্রার কোম্পানি থেকে এপিআই নিয়ে প্রোভাইডার কোম্পানির পোর্টাল সাথে কানেক্ট করে, কাস্টমারদের অটোমেটিক ভাবে ডোমেইন কন্ট্রোল প্যানেল দিতে হবে অথবা রেজিস্ট্রার কোম্পানির ওয়েব পোর্টাল থেকে ডোমেইন কন্ট্রোল প্যানেল দিতে হবে।

৫, প্রোভাইডার কোম্পানির ওয়েব পোর্টালে Terms of Service ও Privacy Policy পেজ থাকতে হবে এবং পেজের ভিতর পরিষেবা ও শর্তাবলী সম্পর্কে বিস্তারিত উল্লেখ থাকতে হবে।

৬, কাস্টমার সাপোর্ট ২৪ ঘন্টা অথবা ১২ ঘন্টা থাকতে হবে।

মার্কেটিং পোস্ট করার ক্ষেত্রে শর্ত, ডোমেইন রেজিস্ট্রেশন অফার নাকি ট্রান্সফার অফার উল্লেখ করতে হবে।
হোস্টিং সার্ভিস অফার পোস্টের ক্ষেত্রে, সার্ভার লোকেশন এবং রিসোর্স গুলো উল্লেখ করতে হবে। কোন কোম্পানির মার্কেটিং কনটেন্ট কপি করে, নিজেদের কোম্পানির প্রমোশন পোস্ট গুরুপে করা যাবে না। মার্কেটিং পোস্টে অফার হ্যাশট্যাগ অথবা উক্ত কোম্পানির নাম হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা যাবে।

( এই শর্তগুলো দেওয়ার উদ্দেশ্য হলো, দেশের যে কোম্পানিগুলো ভালো করছে বা সার্ভিস ভালো দিচ্ছে তাদেরকে ফিল্টার করা )

এখন গ্রুপের সদস্যদের মতামত জানতে চাচ্ছি, উল্লেখিত শর্তগুলো সাথে আপনারা সহমত নাকি সহমত না ?

তাছাড়া গ্রুপে যদি ফ্রিতে মার্কেটিং পোস্ট করতে দেওয়া হয়, তাহলে ডোমেইন-হোস্টিং রিলেটেড তথ্যপূর্ণ আর্টিকেল এবং গ্রুপ মেম্বারদের সমস্যা রিলেটেড পোস্ট এর থেকে মার্কেটিং পোস্ট বেশি হবে। এখন মার্কেটিং পোস্ট গ্রুপে ফ্রিতে এপ্রুভাল দিব নাকি প্রতিটি মার্কেটিং পোস্টের জন্য সামান্য কিছু ফি নিবো ? এ বিষয়ে ও আপনাদের মতামত প্রয়োজন।

আমি আরো একটু ক্লিয়ার করি, যদি মার্কেটিং পোস্টের জন্য ফি নেওয়া হয় এবং গ্রুপে যে মডারেটরদের রাখা হবে স্প্যামিং রিমুভ করার জন্য ও ডোমেইন-হোস্টিং রিলেটেডল তথ্যপূর্ণ আর্টিকেল যারা লিখবেন। তাদের মাঝে টাকাগুলো ভাগ করে দিয়ে দেওয়া হবে।

নোটঃ গ্রুপ মেম্বারদের সুযোগ-সুবিধা এবং প্রোভাইডারদের সুযোগ সুবিধা অনুযায়ী ভবিষ্যতে এই রুলস গুলো পরিবর্তন হতে পারে।
 
Last edited:
Top