• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন এসক্রো সেবা।

chayan

Staff member
Administrator
#1
অনলাইনে লেন - দেন সম্পূর্ণ করার সব চেয়ে নিরাপদ ও সুবিধা জনক উপায় হলো, এসক্রো সার্ভিস।কোনও বিশ্বস্ত তৃতীয় পক্ষ দ্বারা সুগঠিত, এসক্রো প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতা এবং বিক্রে উভয়ই নিরাপদ।

ধরুন, Epik এসক্রো প্রক্রিয়ার তৃতীয় পক্ষ। এখন, ইপিক এর কাছে বিক্রেতা ডোমেইন জমা দিবে এবং ক্রেতা টাকা জমা দিবে। তার পর ইপিক ক্রেতাকে ডোমেইন দিয়ে দিবে এবং বিক্রেতাকে টাকা দিয়ে দিবে।

নোটঃ এসক্রো সার্ভিসের জন্য তৃতীয় পক্ষকে সামান্য কিছু সার্ভিস চার্জ দিতে হয়। ডোমেইন এর বেশির ভাগ বড় বড় ডিল গুলো এসক্রো সার্ভিসের মাধ্যমে হয়।

জনপ্রিয় কিছু ডোমেইন এসক্রো সেবা প্রদানকারী কোম্পানির নাম হলোঃ
আমার দেওয়া লিস্টের বাইরে আরো অনেক কোম্পানি রয়েছে। ডোমেইন এসক্রো সার্ভিসের জন্য ইপিক সব থেকে সেরা।

আর্টিকেলটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন কিছু না বুঝলে কমেন্ট বক্সে বলতে পারেন। প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করবো।

প্রবন্ধটির ক্রেডিট এবং রিসার্চঃ চয়ন মোল্লা। লেখক এর অনুমতি ছাড়া প্রবন্ধটির অনুলিপি অন্য কোথাও শেয়ার করা যাবে না।
 
Top