• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

"Short" Domain সংক্ষিপ্ত ডোমেইন নেম।

chayan

Staff member
Administrator
#1
শর্ট ডোমেইন নাম গুলো ব্যবহার হয়ে থাকে, কোন কোম্পানি/কমিউনিটি এর শর্ট নাম হিসেবে।

যেমনঃ
  • Facebook এর শর্ট নাম FB
  • Bargain Domain এর শর্ট নাম BGD
  • Bangladesh Telecommunications Company Limited এর শর্ট নাম BTCL
ডট কম ডোমেইন এক্সটেনশনের ভিতর, শর্ট ডোমেইন নাম গুলোর দাম কেমন হয়ে থাকে ?
  • ২ লেটারের ভিতরে যদি আপনি কিনতে চান। তাহলে আপনার বাজেট ১ + কোটি টাকার উপরে থাকতে হবে।
  • ৩ লেটারের ভিতরে যদি আপনি কিনতে চান। তাহলে আপনার বাজেট ১৫ + লাখ টাকার উপরে থাকতে হবে।
  • ৪ লেটারের ভিতরে যদি আপনি কিনতে চান। চার লেটারের যে নাম গুলো উচ্চারণ করতে খুব সহজ ও শ্রুতিমধুর হয়। তাহলে আপনার বাজেট ১০ + লাখ টাকার উপরে থাকতে হবে। আর যদি উচ্চরণ সহজ না হয়ে থাকে ও শ্রুতিমধুর না হয়। তাহলে ১০ থেকে ১৫ হাজার টাকার ভিতরে কিনতে পারবেন।


আর্টিকেলটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন কিছু না বুঝলে কমেন্ট বক্সে বলতে পারেন। প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব।
 
Top