• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

Let's start domaining

Numan

99bucket.com
Administrator
#1
আসসালামু আলাইকুম। আমার ফ্রেন্ডলিস্টে বিভিন্ন পেশাজীবী আছেন। অনেকের সাথেই পরিচিত আবার অনেকের সাথে তেমন পরিচয় নেই।।
আসুন আজ একটু ভিন্নভাবে পরিচিত হই।
আমি নোমান আহমেদ হাবির। আমি একজন সরকারি চাকুরীজীবী।। কর্মস্থল কিশোরগঞ্জ। বানিয়াচং, হবিগঞ্জ আমার স্থায়ী নিবাস। শখ প্রত্যেকটা মানুষেরই আছে আমিও তার ব্যতিক্রম নই।। মানুষের নানান রকম শখ থাকে, চাকরির পাশাপাশি (ভার্চুয়ালি) আমার শখ হল ডোমেনিং, ডোমেইন কেনা এবং পরবর্তীতে ভাল দাম পেলে সেটা বিক্রি করা। ইতিমধ্যে আমাদের দেশে প্রায় ২০-২৫ টি সেল করি, ইন্টার্নেশনালি Sedo, Dan, Nameliquidate এ ১০-১২টি ডোমেইন সেল করি। ২০১৭ থেকে একটা-দুইটা এরকম করে অনেকগুলো ডোমেইন সংগ্রহে রাখছি।। বাংলাদেশকে টার্গেট করে খুব একটা ডোমেইন খুব একটা কেন হয় না।। অনেক ডোমেইনের মধ্যে আমার পছন্দের দুইটা ডোমেইন হল, [http://habiganj.city/], যেটা আমার নিজের জেলা [http://sylhet.city/], নিজের বিভাগ। সিলেট একটা সিটি শহর। এই শহরের রয়েছে অনেক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য।। এই দুইটা ডোমেইন নিয়ে পরিকল্পনা আছে ভবিষ্যতে ব্লগিং/ট্রাভেলিং ওয়েবসাইট তৈরি করা। আমার ইচ্ছা আছে আমার প্রানের শহর এবং বিভাগটাকে বিশ্বের সামনে আরো সুন্দর ভাবে উপস্থাপন করা ।।
ডোমেইনিং/ডোমেইন ইনভেস্টিং/ ডমেইন ইন্ড্রাস্ট্রি ইত্যাদি বিষয় নিয়ে আমার একটি গ্রুপ আছে।। কারো ইচ্ছে হলে গ্রুপে এড হতে পারেন।। সম্প্রতি আমি একটি নিজের নামে পেইজ খুলছি।। সেটাতেই সংযুক্ত থাকতে পারেন।। ধীরে ধীরে আমি বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।।

[https://www.facebook.com/groups/BargainDomain/?ref=share]
[https://www.facebook.com/numantips/] (আমার ব্যাক্তিগত পেইজ, কনটেন্ট এখনো আপলোড করা হয় নাই)
[https://www.facebook.com/BargainDomain/]
Web: http://bgd.com.bd/
#bargaindomain
 
Top