• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

Hostever

chayan

Staff member
Administrator
#1
হোস্ট ইভার কোম্পানি দেশের মার্কেটে বেশ সুনামের সাথে ডোমেইন-হোস্টিং সার্ভিস প্রোভাইড করছে এবং সার্ভিস কোয়ালিটি ও কাস্টমার সাপোর্ট ও বেশ ভাল।

কোম্পানিটির সার্ভিস সমূহঃ শেয়ার্ড হোস্টিং, ভিপিএস সার্ভার, ডেডিকেটেড সার্ভার, ডোমেইন সার্ভিস, প্রফেশনাল ইমেইল সার্ভিসবাল্ক এসএমএস। এছাড়াও কোম্পানিটি অন্যান্য সার্ভিস প্রোভাইড করে। কোম্পানিতে বিকাশ, রকেট, নগদ ও কার্ডের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা পাবেন।

কোম্পানির প্রতিষ্ঠাতার সম্পর্কেঃ কোম্পানি প্রতিষ্ঠাতার নামঃ মোস্তফা কামাল ( জন্ম ০৪ ডিসেম্বর ১৯৯৫ ) তিনি দেশের একজন সফল উদ্যোক্তা। ২০১১ সালে, তিনি কোড ফর হোস্ট কোম্পানি প্রতিষ্ঠা করেন।

তিনি শৈশবকালে কম্পিউটারে প্রচুর গেম খেলতেন। সেই থেকে তিনি কম্পিউটার সম্পর্কে ধীরে ধীরে জানতে ও শিখতে থাকেন। ২০০৮ সালের দিকে তিনি প্রথম ইন্টারনেট ব্যবহার করেন। তখন থেকে তিনি ইন্টারনেটের বিভিন্ন বিষয়ে ঘাটাঘাটি করেন এবং ওয়েবসাইট সম্পর্কে ধারণা লাভ করেন।

মোস্তফা কামাল এর সাথে আমরা কথা বলে আরো জানতে পারি, তিনি শখের বসে প্রথম দিকে টেকনোলজি রিলেটেড একটি ওয়েবসাইট তৈরি করেন।

এরপর তিনি অনলাইনে পরিচিত এক বড় ভাইয়ের সাথে মিলে স্বল্প পরিসরে ডোমেইন-হোস্টিং সেবা প্রদান শুরু করেন। কিছুদিন পর খানিকটা বাঁধার সম্মুখীন হয়েছিলেন, যখন সেই বড় ভাই চাকরিতে জয়েন করেন। পরবর্তীতে তিনি নতুন সহযোগীর সাথে প্রতিষ্ঠানটিকে ‘কোড ফর হোস্ট‘ নামে রি-ব্র্যান্ডিং করেন। এভাবেই মোস্তফা কামাল একজন উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার যাত্রায় শুরু করেন।

কোম্পানি সম্পর্কেঃ বর্তমানে কোড ফর হোস্ট কোম্পানির অধীনে দুইটির ও বেশি ব্র্যান্ড রয়েছে, ব্র্যান্ডগুলোঃ হোস্ট ইভার, মিম এসএমএস এছাড়াও আরো ব্রান্ড কোম্পানিটির অধীনে থাকতে পারে।

কোম্পানিটির ব্র্যান্ডগুলো দেশ ও দেশের বাহিরের মার্কেটে বেশ সুনামের সাথে ব্যবসা করছে, বর্তমানে কোম্পানিটিতে ২৬ হাজার প্লাস সাইনআপ কাস্টমার রয়েছে।
 
Last edited:
Top