• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

Expired Domain কিনলে কি কোনো রিস্ক থাকে ?

#1
যেমন : (১) টাকা রেফাউন্ট Refound করে দেয়। (২) আগে যার কাছে আছিল সে রিনিউ করতে পারবে? (৩) অন্যান্য কোনো সমস্যা হয় ?
 

chayan

Staff member
Administrator
#2
এটা নির্ভর করে আপনি কোন মাধ্যমে এক্সপায়ার্ড ডোমেইন কিনেছেন।
যখন কাস্টমার ডোমেইন নামটি রিনিউ করছেন না, তখন ডোমেইনটি রেজিস্ট্রার কোম্পানি ডিলেট করে দিবে। ডোমেইন ডিলেট হয়ে যাওয়ার পর আপনি ডোমেইন নামটি যদি রেজিস্ট্রেশন করে নেন। তাহলে আগের মালিক ডোমেইন দাবি করতে পারবে না। আপনি যদি ব্যাক অর্ডারে মাধ্যমে রেজিস্ট্রেশন করেন বা ব্যাক অর্ডার অকশন থেকে কিনেন, তাহলে ও আগের মালিক ডোমেইন দাবি করতে পারবে না।
আবার, আপনি যদি এক্সপায়ার্ড অকশন থেকে ডোমেইন কিনেন, তাহলে নিয়মটি হবেঃ
ডোমেইন এর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও যদি কাস্টমার রিনিউ না করে। তখন ডোমেইনটি এক্সপায়ার্ড অকশনে চলে যায়। এক্সপায়ার্ড অকশনে থেকে যিনি সর্বোচ্চ দাম হাকাবেন, তিনি ডোমেইনটি কিনতে পারবেন।
সাধারণত ডোমেইন এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার, ৩০ দিন পর অথবা ৩০ দিনের সাত দিন আগে ডোমেইন ক্সপায়ার্ড অকশনে চলে যায়। এই সময়টি নির্ভর করে রেজিস্ট্রার কোম্পানি গুলোর উপর।
ক্সপায়ার্ড অকশনের সময় কাল ৭ দিন অথবা ১০ দিন হয়ে থাকে, এই সময়ের ভিতর যিনি সর্বোচ্চ দাম হাকাবেন, তিনি ডোমেইনটি কিনতে পারবেন।
ডোমেইনটি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তবে ডোমেইনের মালিক যদি রিনিউ করে ফেলেন তাহলে আপনি ডোমেইনটি পাবেন না। ক্সপায়ার্ড অকশন চলাকালীন ও যদি ডোমেইন এর মালিক রিনিউ করে ফেলেন। তাহলে ক্সপায়ার্ড অকশন থেকে ডোমেইনটি সরিয়ে ফেলা হবে।
আপনি ডোমেইন ক্সপায়ার্ড অকশন থেকে বিড করে বিজয় হয়ে, পেমেন্ট যদি করে থাকেন এবং ডোমেইন যদি না পান। তাহলে রেজিস্ট্রার কোম্পানির রিফান্ড পলিসি অনুযায়ী আপনি টাকাটা ফেরত পেয়ে যাবেন।
ডোমেইন এর মালিক যদি রিনিউ না করেন, তাহলে রেজিস্ট্রার কোম্পানি ডোমেইন রিনিউ করে আপনাকে দিয়ে দিবে।
নোটঃ যে কোম্পানির ক্সপায়ার্ড অকশনে বিড করবেন। সেই কোম্পানির ক্সপায়ার্ড অকশনের রুল গুলো পরে নিবেন, তাহলে বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন।
সব রেজিস্ট্রার কোম্পানি ডোমেইন ক্সপায়ার্ড অকশনে দেয় না। কিছু সংখ্যক রেজিস্ট্রার কোম্পানি ক্সপায়ার্ড অকশনে ডোমেইন দিয়ে থাকে।
জনপ্রিয় কিছু ডোমেইন ক্সপায়ার্ড অকশন সার্ভিস প্রদানকারী রেজিস্ট্রার কোম্পানির নাম নিচে দেওয়া হলোঃ
Dynadot
Godaddy
Namesilo
 
Top