• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

Domain value appraisal tools:

Numan

99bucket.com
Administrator
#1
Domain value appraisal tools:

Godaddy Value Appraisal: প্রকৃতপক্ষে একটা ডোমেইন এর মূল্য কতটুকু কেউ সঠিকভাবে বলতে পারে না। সুতরাং কোন টুলস এর মাধ্যমে ডোমেইন এর সঠিক মূল্য নির্ধারণ কিভাবে যৌক্তিক মনে করেন ?
তবে GoDaddy valuation tools হল একটি সহায়ক টুলস যার মাধ্যমে আপনি সংশ্লিষ্ট keyword এর ডোমেইনের পূর্ববর্তী সেলস রেকর্ড গুলো দেখা যায়। সেই সাথে আপনার কাঙ্খিত ডোমেইনের মূল্যায়ন ধারণা করা যায়।। আমার ধারণা ক্ষেত্রবিশেষ কোন ডোমেইনের ভ্যালুয়েশন সঠিক না হলেও কাছাকাছি থাকে। ধরুন কোনো ডোমেইন এর Godaddy Appraisal 1500$-2500$ এবং সংশ্লিষ্ট ডোমেইন এর নিকটবর্তী কিওয়ার্ডের সেলস ও ভালো সে ক্ষেত্রে আপনি আশা করতে পারেন ডোমেইনটি উক্ত দামে বিক্রি না হলে ও টার্গেটেড ইউজার পাবেন।।

Estibot Appraisal: এই টুলসটি আমি সবসময় ব্যবহার করি কারণ একটু উপকারিতা আছে। এই টুলস এর মাধ্যমে আপনি নিকটবর্তী সেলস রেকর্ড, সার্চ ভলিউম, ভাষা, সম্ভাব্য মূল্য ইত্যাদি বিভিন্ন বিষয় দেখা যায়। যে বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা পেলে ডোমেইনের সম্ভাব্য মূল্য সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন।

সর্বোপরি কোন ডোমেইন এর প্রকৃত মূল্য কেউ বলতে পারবেনা।। তবে উপরিউক্ত টুলস গুলোর মাধ্যমে আপনি ডোমেইন সম্পর্কে মোটামুটি ধারনা পাবেন।।

ভুল ত্রুটি মার্জনীয়।।

#bargaindomain
#bgd
 

Attachments

Top