• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

সিপ্যানেল কন্ট্রোল প্যানেলের শেয়ার্ড হোস্টিং সার্ভিসে হোস্টিং প্রোভাইডার কতটুকু CPU দিয়েছে, তা চেক করার উপায়!

chayan

Staff member
Administrator
#1
হোস্টিং প্রোভাইডার মূলত ক্লাউড লিনাক্স অপারেটিং সিস্টেমের মাধ্যমে ram, cpu, i/o ইত্যাদি রিসোর্সগুলো লিমিট করে দেয়।

ক্লাউড লিনাক্সের হিসাব অনুযায়ীঃ
100% speed -এ 1 core cpu
150% speed -এ 1.5 core cpu
200% speed -এ 2 core cpu

speed % অনুযায়ী core এর হিসাব গুলো ঠিক এই ভাবেই হবে। আশা করছি, এই সহজ হিসাবটা বুঝতে পেরেছেন।

আপনার সিপ্যানেল থেকে যেভাবে চেক করবেনঃ

1. সিপ্যানেলে লগ ইন করুন।
2. সিপ্যানেলের Metrics সেকশন থেকে Resource usage অপশনে প্রবেশ করুন।
3. এখন Resource usage অপশন থেকে Current usage -এ ক্লিক করুন।

এখানে ছোট একটা ট্রিক হচ্ছে, আপনার ওয়েবসাইটে লাইভ কোন ভিজিটর যদি থাকে এবং লাইভ ভাবে রিসোর্স যদি ব্যবহৃত হয়। তাহলে ব্যবহৃত রিসোর্স এবং লিমিট করে দেওয়া রিসোর্সের পরিমাণ দেখতে পাবেন।

ওয়েবসাইটে যদি লাইভ ভিজিটর না থাকে এবং রিসোর্স যদি ব্যবহৃত না হয়। তাহলে No Result Found লেখা দেখতে পাবেন।

রিসোর্স লিমিট চেক করার সময় প্রয়োজনে নিজের ওয়েবসাইট নিজে কয়েক বার ভিজিট করে, সাথে সাথে সিপ্যানেল থেকে Current usage পেজ রিলোড করুন।

নোটঃ কোন প্রোভাইডার এর কাছ থেকে সার্ভিস নেওয়ার আগে হোস্টিং প্যাকেজের সাথে রিসোর্স লিমিট কতটুকু দিচ্ছে, তা উল্লেখ করা আছে কিনা তা ভালো করে লক্ষ্য করুন।

আজকের আর্টিকেলের স্পনসর Namepart কোম্পানি। রিজেনেবল প্রাইসের ভিতর কোয়ালিটি সাপোর্টের সাথে হাই পারফর্মেন্স এর হোস্টিং সার্ভিস নেমপার্ট থেকে পাবেন। বিকাশ, রকেট, নগদ, কার্ড ও পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
 
Top