• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

অনেকেই জানেন আজ থেকে .com ডোমেইন এর রেগুলার প্রাইস কিছুটা বেড়েছে

chayan

Staff member
Administrator
#1
অনেকেই জানেন আজ থেকে .com ডোমেইন এর রেগুলার প্রাইস কিছুটা বেড়েছে, এই প্রাইস বাড়ার জন্য টেনশন করার কোন কারণ নেই। ইতিমধ্যে কয়েকটি রেজিস্ট্রার কোম্পানি জানিয়েছে, তাদের কাস্টমারদের কথা চিন্তা করে .com এর প্রাইস রিজেনেবল রাখবে।

যেমনঃ Cosmotown, Epik, Sav রেজিস্ট্রার কোম্পানিগুলো থেকে .com ডোমেইন রেজিস্ট্রেশন, রিনিউ ও ট্রান্সফার ৮ থেকে ৯ ডলার যা ৬৮০ থেকে ৭৬৫ টাকা এর ভিতর করতে পারবেন।

Porkbun ও Dynadot রেজিস্ট্রার কোম্পানি থেকে .com ডোমেইন রেজিস্ট্রেশন, রিনিউ ও ট্রান্সফার ৯ থেকে ১০ ডলার যা ৭৬৫ থেকে ৮৫০ টাকা এর ভিতর করতে পারবেন।

নোটঃ ডোমেইন রেজিস্ট্রেশন ও ট্রান্সফার অফার প্রাইস ৮ ডলার এর কম হতে পারে। ডোমেইন রেজিস্ট্রেশন, রিনিউ ও ট্রান্সফার অফার জানতে domcomp. com ও tld-list .com সাইটে ভিজিট করুন।
 
Top