• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

Buy Now নাকি Make offer? কোনটা বেশি লাভজনক?

Subrata

Domain investor || Photographer
#1
আমরা যখন ডোমেইন বিভিন্ন মার্কেট প্লেস এ লিস্ট করি। একটা দ্বিধা দ্বন্দে থাকি দাম নিয়ে। কত ডলার দাম দিব? কিন্তু fixed দাম দিলে অনেক সময় ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে।

তাই এত চিন্তা না করে fixed প্রাইজ না দিয়ে Make offer করে রাখতে পারেন।

কারণ কেউ বলতে পারবে না। এটার সঠিক ভ্যালু কেমন। তাই Make offer করে রাখাই ভালো। হয়তো fixed price এর চেয়ে বেশি দাম পেতেও পারেন।

এমন আরোও অনেক টিপস আমাদের ফোরাম bgd.com.bd তেও শেয়ার হচ্ছে।
ধন্যবাদ!
 
Top