• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

blogger এ কি ভাবে কাস্টম ডোমেইন অ্যাড করব ?

chayan

Staff member
Administrator
#2
গুগল ব্লগারে কাস্টম ডোমেইন অ্যাড করতে, আপনার ডোমেইন এর ডিএনএস অপশনে CNAME পয়েন্ট করতে হবে এবং A পয়েন্ট গুলো অ্যাড করতে হবে।

CNAME এর জন্য গুগল ব্লগার এর সেটিং অপশন থেকে কাস্টম ডোমেইন অ্যাড করতে গেলে, আপনাকে CNAME দিবে।

আর A পয়েন্ট এর এই চারটি আইপি অ্যাড করুনঃ
216.239.32.21
216.239.34.21
216.239.36.21
216.239.38.21

যদি এগুলো নিজে করতে না পারেন। তাহলে xeonbd এর সাপোর্টে কথা বলুন, সাপোর্ট এজেন্ট অবশ্যই আপনাকে হেল্প করবে।
 
Top