• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

.bd এবং .বাংলা ডোমেইন মালিকানা পরিবর্তন করতে চাই, কিভাবে করব এবং কি কাগজপত্র লাগবে ?

chayan

Staff member
Administrator
#1
মালিকানা পরিবর্তন করতে যা যা ডকুমেন্ট লাগবে তা হল-
- দুই পক্ষের মধ্যবর্তী চুক্তিপত্র।
- দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তিপত্র।

মালিকানা পরিবর্তনের পদ্ধতি-
- উভয় পক্ষের ডোমেইন প্রোফাইলে এক্সেস থাকতে হবে/ ২য় পক্ষের ডোমেইন প্রোফাইল না থাকলে তৈরি করতে হবে।
- সকল প্রয়োজনীয় ডকুমেন্টসহ ১ম পক্ষ নিজ ডোমেইন প্রোফাইল থেকে ২য় পক্ষের ডোমেইন প্রোফাইল এ মালিকানা পরিবর্তনের অনুরোধ প্রেরণ করবেন।
- বিটিসিএল এডমিন মালিকানা পরিবর্তনের অনুরোধটি যাচাই করবেন এবং ইনভয়েস তৈরি করবেন।
- ২য় পক্ষ ইনভয়েস অনুসারে মূল্য পরিশোধ করবেন।
 
Top