• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

হোস্টিং সার্ভিস নেওয়ার সময় সার্ভার লোকেশন টার্গেট করুন।

chayan

Staff member
Administrator
#1
যে লোকেশন থেকে আপনার ওয়েবসাইটে সিংহভাগ ভিজিটর আসছে, সেই লোকেশনের হোস্টিং সার্ভিস ব্যবহার করুন।

এতে করে, আপনার সাইটের ভিজিটরদের কাছে পিং ও ল্যাটেন্সি কম হবে। ফলাফলঃ ভিজিটরগন দ্রুত ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে।

আপনার ওয়েবসাইটের ভিজিটর টার্গেট যদি ইউএসএ হয়। তাহলে ইউএসএ এর লোকেশনের হোস্টিং সার্ভিস ব্যবহার করুন। ভিজিটর টার্গেট বাংলাদেশ হলে, বাংলাদেশ লোকেশনের হোস্টিং সার্ভিস ব্যবহার করুন।

এশিয়া প্যাসিফিক দেশগুলো থেকে ভিজিটর টার্গেট হলে, সিঙ্গাপুর লোকেশনের হোস্টিং সার্ভিস ব্যাবহার করুন। যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর টার্গেট সব দেশ থেকেই কম-বেশি হয়। তাহলে সিঙ্গাপুর লোকেশন অথবা ইউএসএ লোকেশন থেকে হোস্টিং সার্ভিস নিয়ে, ক্লাউড ফায়ার এর পেইড সিডিএন সার্ভিস ব্যবহার করুন।

আশা করছি, এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। আর্টিকেলটি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
 
Last edited:
Top