• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

সিপ্যানেল এর লাইসেন্স চেক করার উপায়

chayan

Staff member
Administrator
#1
আমরা যারা বিভিন্ন কোম্পানি থেকে সিপ্যানেল কন্ট্রোল প্যানেলের ট্রেডিশনাল শেয়ার্ড হোস্টিং সার্ভিস ব্যবহার করছি, সেই সিপ্যানেল এর লাইসেন্স চেক করার সহজ উপায়।

প্রথমে কোম্পানির সাপোর্টে গিয়ে আপনার ডোমেইন নামটি উল্লেখ করে, তাদেরকে বলুনঃ সার্ভার এর যে আইপিতে সিপ্যানেলের লাইসেন্স করা রয়েছে, সেই আইপিটি আমাকে দিন। আমি সিপ্যানেলের লাইসেন্স চেক করে দেখতে চাই।


কোম্পানির সাপোর্ট থেকে যে আইপি এড্রেসটি আপনাকে দিবে। সেই আইপি এড্রেস এর সাথে /cpanel যুক্ত করে, যে কোন একটি ব্রাউজারে ট্যাপ ওপেন করে ভিজিট করুন। এখন সিপ্যানেলে লগইন করার একটি ইন্টারফেস দেখতে পাবেন।

কোম্পানিটি থেকে সিপ্যানেল কন্ট্রোল প্যানেলের শেয়ার্ড হোস্টিং নেওয়ার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিল, তা দিয়ে লগইন করুন। যদি লগইন হয় তাহলে বুঝবেন আপনাকে সঠিক আইপি এড্রেসটি দিয়েছে, আর যদি লগইন না হয় তাহলে বুঝবেন আপনাকে সঠিক আইপি অ্যাড্রেস দেয় নাই।


সিপ্যানেল লাইসেন্স ভেরিফিকেশন লিঙ্কঃ https://verify.cpanel.net/app/verify
এখন লাইসেন্স চেক করার জন্য এই লিঙ্কে প্রবেশ করে, আইপি এড্রেসটি দিয়ে চেক করে দেখুন। যদি লাইসেন্স থাকে তাহলে তা দেখতে পাবেন।

নোটঃ কোম্পানির সাপোর্ট থেকে লাইসেন্স জিজ্ঞেস করার সময়। সাপোর্ট এজেন্ট যদি আপনাকে এ দিক সে দিক করে, অন্য কিছু বুঝানোর চেষ্টা করে। তাহলে বুঝে নিবেন, কোম্পানিটি বাইপাস/ক্রাক ব্যাবহার করে সার্ভিস দিচ্ছে।

বাইপাস/ক্রাক সিপ্যানেল ব্যাবহার করা খুবই বিপদজনক। দেশের যে কোম্পানিগুলো বাইপাস/ক্রাক ব্যাবহার করছে, তারা দেশ ও দশের ক্ষতি করছে এবং দেশের মার্কেটের ১২ টা বাজায় দিচ্ছে।
 
Last edited:
Top