• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

হোস্টিং ব্যবসায় সফলতা পেতে হলে, কৌশলগত মার্কেটিং করতে হবে।

Tajul

Staff member
Moderator
#1
হোস্টিং ব্যবসায় সফলতা পেতে হলে, কৌশলগত মার্কেটিং করতে হবে।

যেমনঃ টেকনোলজি রিলেটেড ইউটিউব চ্যানেল টার্গেট করে, তার ভিতর থেকে ভাল কয়েকজন ইউটিউবার-কে দিয়ে মার্কেটিং করতে পারেন। এছাড়াও টেকনোলজি রিলেটেড ব্লগারদের ব্যবহার করে ও মার্কেটিং করতে পারেন।

সহজ ভাবে বললে, ইউটিউবার ও ব্লগার সেলিব্রিটিদের গ্রহণযোগ্যতা আপনার কৌশলগত মার্কেটিংয়ে কাজে লাগাতে হবে।

সারা বছর অফার মার্কেটিং-এ ফোকাস না করাটাই ভাল হবে। আমার দেখা প্রফেশনাল কাজের জন্য অফারে কেউ হোস্টিং সার্ভিস খুঁজে না। প্রফেশনাল কাজের জন্য যে কনফিগারেশনের হোস্টিং সার্ভিস দরকার সেটাই ক্রয় করে।

বাইপাস/ক্রাক বিলিং পোর্টাল এবং বাইপাস/ক্রাক ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং সবকিছু জেনুইন লাইসেন্স ব্যবহার করতে হবে।

নোটঃ সার্ভিস কোয়ালিটিতে সব সময় ভাল করার চেষ্টা করতে হবে এবং কাস্টমার সাপোর্টে গুরুত্ব দিতে হবে। ফলাফলঃ কাস্টমারগন আপনাকে কাস্টমার এনে দিবে, এটাই ভাল সার্ভিস এর বড় গুন।
 
Last edited:
Top