• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন নিয়ে কয়েকটি প্রশ্ন ও উত্তর

chayan

Staff member
Administrator
#1
প্রথম দিকের প্রশ্নগুলো সম্ভবত আপনি সঠিক ভাবে করতে পারেন নাই, সঠিক ভাবে প্রশ্ন করতে পারলেই আপনি সঠিক ভাবে সহযোগিতা পাবেন না।

প্রশ্ন, প্রতি বছরেই কি তারা রিনিউ করে? নাকি এক সাথে কয়েক বছরের করে নেয়?
উওরঃ আমি যা বুঝতে পেরেছি সেই অনুযায়ী আপনাকে উত্তর বলছি, ডোমেইন প্রতি বছরে বছরে রিনিউ করা যায়, আবার একবারে ১০ বছরের জন্য রিনিউ করা যায়।

প্রশ্ন, আর এমনি দেখলাম হয়তো বেশিরভাগ কিনবা অনেক ক্ষেত্রেই রিনিউ চার্জ বেশি থাকে কেনার দাম থেকে।
উওরঃ ডোমেইন রেজিস্ট্রেশন এর থেকে যদি পরবর্তী বছর রিনিউ চার্জ বেশি হয়, তাহলে খরচ বাঁচানোর বিকল্প পদ্ধতি হলো, ডোমেইন ট্রান্সফার অফার দেখে, অন্য কোন রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার করা। নোটঃ ডোমেইন ট্রান্সফারের পর ডোমেইনের বর্তমান মেয়াদ এর সাথে এক বছর সময় যুক্ত করে দেওয়া হয়।


প্রশ্ন, এ ক্ষেত্রে অটো রিনিউ না করে ডেট এক্সপেয়ারের পরে আবার নতুন করে কিনলে কি আগের মতো কেনা দামে পাওয়া যাবে?
উওরঃ আপনি যখন ডোমেইন নামটি রিনিউ করছেন না, তখন আপনার ডোমেইনটি রেজিস্ট্রার কোম্পানি ডিলেট করে দিবে। অথবা আপনার ডোমেইনটি এক্সপায়ার অকশনে দিয়ে দিবে। আপনি রিনিউ না করলে ডোমেইনটির মালিকানা হারাবেন।
আপনার ডোমেইনটি ভাল কি ওয়ার্ড হলে, রেজিস্ট্রার কোম্পানি ডিলেট করে দিলে অনেকে ব্যাক অর্ডার করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে।
আবার, রেজিস্ট্রার কোম্পানি এক্সপায়ার অকশনে দিলে অনেকে বিড করে ডোমেইনটি জিতে নেওয়ার চেষ্টা করবে। আপনার ডোমেইনটি যদি ভালো কি ওয়ার্ড এর না হয়, তাহলে হয়তো আপনি নতুন করে রেজিঃ করার সুযোগ পাবেন। নোটঃ সময় এবং ডোমেইন কারো জন্য অপেক্ষা করে না।

আপনার আরো জেনে রাখা প্রয়োজনঃ ডোমেইন এর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও রেজিস্ট্রার কোম্পানি ভেদে জরিমানা ছাড়া ১৫ থেকে ৩০ দিন সময় পাবেন ডোমেইন রিনিউ করার। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অতিরিক্ত জরিমানা দিয়ে ৬০ দিন পর্যন্ত সময় পাবেন রিনিউ করার, এই সময়টি ও রেজিস্ট্রার কোম্পানি ভেদে আলাদা হবে।

প্রশ্ন, যদি অটো রিনিউ না থাকে বা ডেইট এক্সপেয়ার হয়ে যায় রিনিউ করা হয়নি, সে ক্ষেত্রে অন্যের রেজিস্ট্রার ডোমেইন চাইলেই কি কিনে ফেলা যাবে আবার তার কাছে বিক্রি করা যাবে?
উওরঃ সহজ ভাবে বুঝার চেষ্টা করুন আপনি ডোমেইন ডোমেইন রিনিউ না করলে, আপনি মালিকানা হারাবেন। আপনি ডোমেইনের মালিক থাকা অবস্থায় যেকোনো সময় চাইলে বিক্রি করতে পারবেন।


নোটঃ আপনি সঠিক ভাবে প্রশ্ন করার চেষ্টা করুন, তা না হলে আপনাকে হেল্প করা খুবই কষ্টকর।
 
Top