• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন রিফান্ড

chayan

Staff member
Administrator
#1
নতুন ডোমেইন রেজিস্ট্রেশন করার পর বানান ভুল হলে, ডোমেইনটি ডিলিট করে টাকা ফেরত নিতে পারেন। তবে তার জন্য নির্দিষ্ট সময় এবং নিয়ম রয়েছে ও রেজিস্ট্রার কোম্পানি ভেদে ডোমেইন ডিলেট করে, টাকার ফেরত নেওয়ার সময়সীমা ভিন্ন হবে।

যেমনঃ ডোমেইন ডিলেট করে টাকার ফেরত নেওয়ার জন্য গোড্যাডি কোম্পানি ৪৮ ঘন্টার সময় দেয়। আবার নেমচিপ কোম্পানি সাধারণত ৭২ ঘন্টার সময় দেয়, ইপিক কোম্পানি ৫ দিন পর্যন্ত সময় দেয়।

টাকা ফেরত নিয়ে আবার অন্য একটা ডোমেইন রেজিস্ট্রেশন করতে, আরো অনেক রেজিস্ট্রার কোম্পানি ডোমেইন রিফান্ড করে এবং রিফান্ড নেওয়ার জন্য আপনি যে রেজিস্ট্রার কোম্পানি থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করবেন। সেই রেজিস্ট্রার কোম্পানির সাপোর্টে যোগাযোগ করলেই রিফান্ড করে দিবে।

নোটঃ ডোমেইন ডিলেট করে টাকার ফেরত নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র আইক্যান চার্জ 0.50$ বা 1$ কেটে রাখা হয় এবং রিফান্ড gTLDs ক্ষেত্রে প্রযোজ্য ও অধিকাংশ ক্ষেত্রে ccTLDs রিফান্ড প্রযোজ্য নয়।

ডোমেইন রিফান্ড নিয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে বলতে পারেন। আমার লেখা আর্টিকেলটি আপনারা ধৈর্য ধরে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আজকের মতন এ পর্যন্ত।
 
Last edited:
Top