• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

বাংলাদেশ থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর যদি ৮০% থেকে ১০০% হয়, তাহলে বিডিআইএক্স হোস্টিং ব্যাবহার করুন।

chayan

Staff member
Administrator
#1
আপনার ওয়েবসাইট যদি বাংলাদেশ কেন্দ্রিক হয় এবং বাংলাদেশ থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর যদি ৮০% থেকে ১০০% হয়। তাহলে বাংলাদেশ লোকেশনের বিডিআইএক্স নেটওয়ার্ক কানেক্ট হোস্টিং সার্ভার ব্যাবহার করুন।

এতে করে আপনার ওয়েবসাইটের ভিজিটরগন দ্রুত ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে এবং অন্যান্য দেশের লোকেশনের সার্ভার থেকে আমাদের দেশের বিডিআইএক্স হোস্টিং সার্ভার ব্যাবহার করলে, দেশের ভিতর থেকে সাইট ভিজিট করলে লোডিং টাইম ও খুব কম হবে।

বিডিআইএক্স হোস্টিং সার্ভিস দিয়ে থাকে দেশের এমন কয়েকটি কোম্পানি হলোঃ জিয়নবিডি, এক্সন হোস্ট, ডায়না হোস্ট, হোস্ট এভার ও লিমডা হোস্ট এই কোম্পানিগুলো থেকে বিডিআইএক্স হোস্টিং সার্ভিস নিতে পারেন। তাছাড়া আমার দেওয়া লিস্টের বাইরে আরো অনেক কোম্পানি রয়েছে, যারা বিডিআইএক্স হোস্টিং সার্ভিস দেয়।


আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, দেশের কোন কোন কোম্পানি থেকে বিডিআইএক্স হোস্টিং সার্ভিস নিয়ে ব্যবহার করছেন এবং সার্ভিস কেমন পাচ্ছেন ও আপনাদের অভিজ্ঞতা ইত্যাদি। এতে করে গ্রুপের অন্য মেম্বারগন কোম্পানিগুলোর নাম এবং সার্ভিস সম্পর্কে কমেন্ট বক্স থেকে জানতে পারবে।

পরামর্শঃ হোস্টিং সার্ভিস নেওয়ার আগে, আপনার ওয়েবসাইট কি ধরনের বা কি ধরনের হবে ? উদাহরণস্বরূপঃ নিউজ, ব্লগ, ই-কমার্স, ভিডিও স্ট্রিম, পর্টফলিও, ফোরাম ইত্যাদি। দ্বিতীয়ত আপনার ওয়েব সাইটে প্রতিমাসে ভিজিটর সংখ্যা কত বা আনুমানিক কত হতে পারে ? আপনার সাইটের সর্বোচ্চ লাইভ ভিজিটর সংখ্যা কত বা আনুমানিক কত হতে পারে ?

এই বিষয়গুলো বের করে নোট করুন এবং যে কোম্পানি থেকে সার্ভিস নিবেন, সেই কোম্পানির সাপোর্টে গিয়ে বলুন অথবা এই গ্রুপে পোস্ট করতে পারেন। এতে করে আপনার যতটুকু হোস্টিং রিসোর্স প্রয়োজন, ঠিক তত টুকু নিয়ে ব্যাবহার করতে পারবেন এবং অতিরিক্ত হোস্টিং রিসোর্স নিতে হবে না ও টাকা অপচয় থেকেও রক্ষা পাবেন।

আমার লেখা আর্টিকেলটি আপনারা ধৈর্য ধরে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আজকের মতন এ পর্যন্ত।
 
Last edited:
Top