• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

যে কোম্পানি থেকে ডোমেইন কিনবো, সেই কোম্পানি থেকে কি রিনিউ করতে হবে ?

chayan

Staff member
Administrator
#1
ডোমেইন কোন না কোন রেজিস্ট্রার কোম্পানির আন্ডারে থাকে, আপনার ডোমেইনটি যে রেজিস্ট্রার কোম্পানিতে থাকবে সেই রেজিস্ট্রার কোম্পানি থেকেই রিনিউ করতে হবে।

আপনার ডোমেইনটি যে রেজিস্ট্রার কোম্পানিতে থাকবে, সেই রেজিস্ট্রার কোম্পানির ওয়েব পোর্টাল থেকেই ডোমেইন ম্যানেজ / কন্ট্রোল করতে হবে।

তবে আপনি চাইলে রেজিস্ট্রার কোম্পানি পরিবর্তন করতে পারবেন। ডোমেইন ট্রান্সফার এর মাধ্যমে এক রেজিস্ট্রার কোম্পানি থেকে অন্য রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন নিতে পারবেন।

নোটঃ ডোমেইন ট্রান্সফার করতে সাধারনত রেজিস্ট্রেশন এর সম-পরিমান টাকা নেওয়া হয় এবং ট্রান্সফার হওয়ার পর ডোমেইন এর বর্তমান মেয়াদ এর সাথে এক বছর সময় যুক্ত করে দেওয়া হয়।

প্রবন্ধটির ক্রেডিট এবং রিসার্চঃ চয়ন মোল্লা। লেখক এর অনুমতি ছাড়া প্রবন্ধটির অনুলিপি অন্য কোথাও শেয়ার করা যাবে না।
 
Last edited:

chayan

Staff member
Administrator
#2
ডোমেইন রিসেলার প্রোভাইডার কোম্পানিগুলো, কোন না কোন রেজিস্ট্রার কোম্পানি থেকে ডোমেইন রিসেলার নিয়ে ব্যাবসা করে। রেজিস্ট্রার কোম্পানি থেকে api নিয়ে রিসেলার প্রোভাইডার কোম্পানি তাদের পোর্টাল সাথে কানেক্ট করে থাকে এবং কাস্টমারদের অটোমেটিক ভাবে কন্ট্রোল প্যানেল দিতে পারে।
নোটঃ ডোমেইন কোন না কোন রেজিস্ট্রার কোম্পানির আন্ডারে থাকে। যারা রিসেলার প্রোভাইডার তাদের থেকে ও রিনিউ করতে পারবে।
 
Top