• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন এক্সপায়ার্ড অকশন

chayan

Staff member
Administrator
#1
ডোমেইন এর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর কাস্টমার যদি রিনিউ না করে। তখন রেজিস্ট্রার কোম্পানি ডোমেইনটি এক্সপায়ার্ড অকশনে দিয়ে দেয়। এক্সপায়ার্ড অকশন থেকে যিনি সর্বোচ্চ দামে বিড করবেন, তিনি ডোমেইনটি কিনতে পারবেন।

সাধারণত ডোমেইন এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার, ৩০ দিন পর অথবা ৩০ দিনের ৭ দিন আগে ডোমেইন ক্সপায়ার্ড অকশনে চলে যায়। ক্সপায়ার্ড অকশনের সময় কাল ৭ দিন অথবা ১০ দিন হয়। রেজিস্ট্রার কোম্পানিগুলোর উপর এই সময় নির্ভর করে।

ক্সপায়ার্ড অকশন চলাকালীন বর্তমান মালিক যদি রিনিউ করে ফেলেন, তাহলে ক্সপায়ার্ড অকশন থেকে ডোমেইনটি সরিয়ে ফেলা হয়।

কেউ যদি ডোমেইন ক্সপায়ার্ড অকশন থেকে বিড করে বিজয় হয়ে, পেমেন্ট করে এবং ডোমেইনটি যদি না পায়। তাহলে রেজিস্ট্রার কোম্পানির রিফান্ড পলিসি অনুযায়ী টাকা ফেরত দেওয়া হয়।

ডোমেইনগুলো কেন কাস্টমার রিনিউ করে না ?
  • হয়তো ইউজার ইচ্ছে করে, রিনিউ করে না।
  • সংশ্লিষ্ট ডোমেইন এর পূর্বে ট্রেন্ড ছিল, বর্তমানে হয়তো নেই।
  • কাস্টমার এর অনুপস্থিতি।
  • ডোমেইনটি সেল করার জন্য সঠিক বায়ার খুঁজে না পাওয়া।
ক্সপায়ার্ড অকশনের বেশির ভাগ ডোমেইন এর ভ্যালু নেই বললেই চলে। আবার কিছু ডোমেইন এর হিউজ ভ্যালু আছে, সেই ডোমেইনগুলোর অনেক প্রতিযোগিতা হয়।

নোটঃ সব রেজিস্ট্রার কোম্পানি ডোমেইন ক্সপায়ার্ড অকশনে দেয় না। কিছু সংখ্যক রেজিস্ট্রার কোম্পানি ক্সপায়ার্ড অকশনে ডোমেইন দেয়।

জনপ্রিয় কিছু ক্সপায়ার্ড অকশন সার্ভিস প্রদানকারী কোম্পানির নামঃ
আমার দেওয়া লিস্টের বাইরে আরো অনেক কোম্পানি থাকতে পারে। আর্টিকেলটি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

প্রবন্ধটির ক্রেডিট এবং রিসার্চঃ চয়ন মোল্লা। লেখক এর অনুমতি ছাড়া প্রবন্ধটির অনুলিপি অন্য কোথাও শেয়ার করা যাবে না।
 
Last edited:
Top