• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

যেখান থেকে ডোমেইন নিব, সেখান থেকেই কি রিনিউ করতে হবে?

chayan

Staff member
Administrator
#2
ডোমেইন কোন না কোন রেজিস্ট্রার কোম্পানির আন্ডারে থাকে, আপনার ডোমেইনটি যে রেজিস্ট্রার কোম্পানিতে থাকবে সেই রেজিস্ট্রার কোম্পানি থেকেই রিনিউ করতে হবে।
তবে আপনি চাইলে রেজিস্ট্রার কোম্পানি পরিবর্তন করতে পারেন। ডোমেইন ট্রান্সফার এর মাধ্যমে এক রেজিস্ট্রার থেকে অন্য রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন নিতে পারবেন।

এখন আপনি যদি কোন মার্কেটপ্লেস থেকে ডোমেইন ক্রয় করেন। সেক্ষেত্রে মার্কেটপ্লেস কতৃপক্ষ ডোমেইন ট্রান্সফার এর জন্য অথোরাইজেশন কোড/ইপিপি কোড দিয়ে দিবে, তখন এই কোড এর মাধ্যমে আপনার পছন্দের রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার করে নিয়ে নিতে পারবেন।
আবার, ডোমেইন এর মালিকানা হস্তান্তর কোন মার্কেটপ্লেসের ফাস্ট ট্রান্সফার সার্ভিসের মাধ্যমে বা পুশ মুভ এর মাধ্যমে হতে পারে।

নোট, ট্রান্সফারঃ ডোমেইন ট্রান্সফার করতে সাধারনত রেজিস্ট্রেশন এর সম-পরিমান টাকা নেওয়া হয় এবং ট্রান্সফারের পর ডোমেইনের বর্তমান মেয়াদ এর সাথে, এক বছর সময় যুক্ত করে দেওয়া হয়। ডোমেইন ট্রান্সফার ডোমেইন রিনিউ এর মতনই কাজ করে শুধু রেজিস্ট্রার কোম্পানি পরিবর্তন হয়।

পুশ মুভঃ ডোমেইন পুশ মুভ করলে রেজিস্ট্রার কোম্পানি পরিবর্তন হবে না, ডোমেইন পুশ মুভ করলে শুধু মালিকানা পরিবর্তন হবে। ডোমেইন পুশ মুভ হয়ে থাকে, রেজিস্ট্রার কোম্পানির পোর্টালের এক একাউন্ট থেকে অন্য একাউন্টে। ডোমেইন এর বসয় ৫ মিনিট হলে ও সমস্যা নেই এবং পুশ মুভের জন্য কোন প্রকার ফি দিতে হবে না। পুশ মুভ এক দমই ফ্রি। পুশ মুভ করলে ডোমেইনের মেয়াদ বৃদ্ধি পায় না।
 
Top