• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন কেনার কত দিন পর বিক্রি করা যায় ?

chayan

Staff member
Administrator
#1
আপনি যে ডোমেইনটি বিক্রি করবেন, সেই ডোমেইন এর মালিক থাকা অবস্থায় যেকোনো সময় বিক্রি করতে পারবেন। মালিকানা হস্তান্তর আপনি করতে পারেন, ট্রান্সফার অথবা পুশ মুভ এর মাধ্যমে।

আবার, ডোমেইন এর মালিকানা হস্তান্তর কোন মার্কেটপ্লেসের ফাস্ট ট্রান্সফার সার্ভিসের মাধ্যমে ও হতে পারে।

ডোমেইন কেনার সাথে সাথে কি বিক্রি হয় ?

অনেক সময়ে একটি ডোমেইন নেম কেনার পর দ্রুত বিক্রি করে ফেলা যায়। তবে মনে রাখা দরকার তা সব সময়ে সত্যি নাও হতে পারে। কখনো একটি ডোমেইন নেম কিনে, মাসের পর মাস মার্কেটপ্লেস গুলোতে বিক্রি করার উদ্দেশ্যের লিস্ট করে রাখতে হতে পারে।

তবে, যেসব ডোমেইন এর লিকুয়িড ভ্যালু রয়েছে, সেই ডোমেইন গুলো অল্প দামের ভিতরে আপনি যে কোন মার্কেটে দ্রুত বিক্রি করে ফেলতে পারবেন।

ডোমেইন ইনভেস্টমেন্ট কে শর্টকাট টাকা ইনকামের পথ ভেবে থাকাটা বড় রকমের ভূল।

এখানে আপনাকে একজন ইনভেস্টর হিসেবে বছরের পর বছর ধৈর্য্য নিয়ে বসে থাকতে হবে এবং প্রয়োজনে প্রতিনিয়ত প্রিমিয়াম ডোমেইন রিসেল দামে কিনে রাখার চেষ্টা অব্যাহত রাখতে হবে।

নোটঃ তাজমহল যেমন এক দিনে তৈরি হয়নি, তেমনি রাতারাতি ডোমেইন বিক্রি করে টাকা কামানোর চিন্তা থেকে বের হয়ে আসতে হবে।

ডোমেইন ক্রয়-বিক্রয় করার সময়, সফল ভাবে লেন-দেনের জন্য ডোমেইন এসক্রো সার্ভিস ব্যবহার করতে পারেন। আরো পড়ুন, ডোমেইন এসক্রো সেবা

প্রবন্ধটির ক্রেডিট এবং রিসার্চঃ চয়ন মোল্লা। লেখক এর অনুমতি ছাড়া প্রবন্ধটির অনুলিপি অন্য কোথাও শেয়ার করা যাবে না।
 
Top