• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন ট্রান্সফার নিয়ে আমার নিজের কিছু অভিজ্ঞতা।

chayan

Staff member
Administrator
#1
গোড্যাডি রেজিস্ট্রার থেকে অন্য রেজিস্ট্রার এ ডোমেইন ট্রান্সফার হতে ১৫ থেকে ৬০ মিনিট সময় লাগে। নোটঃ গোড্যাডির পোর্টালের পেন্ডিং ট্রান্সফার আউট অপশন থেকে একসেপ্ট করে দিতে হবে।

ইপিক রেজিস্ট্রার থেকে অন্য রেজিস্ট্রার এ ডোমেইন ট্রান্সফার হতে ১০ থেকে ৩০ মিনিট সময় লাগে। নোটঃ ট্রান্সফার ইমেইলটি অ্যাপ্রুভ করে দিতে হবে।

ডায়নাডট রেজিস্ট্রার থেকে অন্য রেজিস্ট্রার এ ডোমেইন ট্রান্সফার হতে ১০ থেকে ৩০ মিনিট সময় লাগে। নোটঃ ট্রান্সফার ইমেইল থেকে আই অথরাইজ দিস ট্রানস্ফার করে দিতে হবে।

নেমচিপ রেজিস্ট্রার থেকে অন্য রেজিস্ট্রার এ ডোমেইন ট্রান্সফার হতে ১৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। নোটঃ ট্রান্সফার ইমেইল থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে।

নেমব্রাইট রেজিস্ট্রার থেকে অন্য রেজিস্ট্রার এ ডোমেইন ট্রান্সফার হতে ১৫ থেকে ৬০ মিনিট সময় লাগে। নোটঃ নেমব্রাইট পোর্টালের আউটবাউন্ড ট্রানস্ফার অপশন থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে।

পাবলিক ডোমেইন রেজিস্ট্রি ( PDR ) রেজিস্ট্রার থেকে অন্য রেজিস্ট্রার এ ডোমেইন ট্রান্সফার হতে ৫ থেকে ৭ দিন সময় লাগে।

123 Reg রেজিস্ট্রার থেকে অন্য রেজিস্ট্রার এ ডোমেইন ট্রান্সফার হতে ৫ থেকে ৭ দিন সময় লাগে।নোটঃ ট্রান্সফার ইমেইল থেকে অ্যাপ্রুভ করে দিলে ১০ থেকে ৩০ মিনিটের ভিতর ট্রান্সফার হয়ে যাবে।

ডোমেইন ট্রান্সফার নিয়ে আপনাদের এমন কোন অভিজ্ঞতা থাকলে, কমেন্ট বক্সে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।

প্রবন্ধটির ক্রেডিট এবং রিসার্চঃ চয়ন মোল্লা। লেখক এর অনুমতি ছাড়া প্রবন্ধটির অনুলিপি অন্য কোথাও শেয়ার করা যাবে না।
 
Top