• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

5L/6L ডোমেইন নিয়ে কিছু পরামর্শ।

#1
আসসালামুআলাইকুম।

ডোমেইন কেনার সময় আমাদের সবার মধ্যে একটা প্রবণতা থাকে মিনিমাম 5L or 6L । কিনতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই ভেবেচিন্তে দেখতে হবে সেটা আসলে কি মিন করে, কেন আপনার ডোমেইনটি মানুষ কিনবে।ব্যাপারটা এমন না যে আজকে কিনবেন কালকে বিক্রি করে দিবেন।। তীর্থের কাকের মত বসে থাকতে হবে।। যেমন:

✓ 5L -6L ডিকশনারি ওয়ার্ড পাওয়া যায় না সেই ক্ষেত্রে দুটি শব্দের কম্বিনেশন হতে পারে।। যেমন: ok+alt, okalt , আবার Tor+Let,( Torlet), Reb+Tin, (Rebtin), Pic+phy, (picture photography), Spa+Lit, (spalit), pas+out,(pasout)

✓ আবার মুসলিমস যেকোনো পপুলার নেম অথবা বিখ্যাত কোন স্থানের নাম, পর্যটন কেন্দ্রের নাম, বিখ্যাত ব্যক্তির নাম, সুন্দর কোন ব্র্যান্ডের নাম বুঝা যায় এমন, যে কোন ভাষার শব্দ।। যেমন: Alizaa (মুসলিম নাম), GyRide (Guyana+ride), Fav+hat(favourite hat), ব্র্যান্ডেবল নাম (niqee, sebeq, ramow, xonev, neeshy) , b2bi=acronyms (বিজনেস টু বিজনেস ইন্টিগ্রেশন). a4b(direction for business),, acronyms।

ভুলত্রুটি হলে মার্জনীয়।। দ্বিমত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন পারলে শুধরে নিব।। সবাই ভাল থাকবেন।

আর্টিকেল লিখেছেনঃ Numan Ahmed Habir
 
Top