• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন পার্কিং কি ?

chayan

Staff member
Administrator
#1
সাধারণত, ভবিষ্যতে চাহিদা বাড়বে সেই দিক মাথায় রেখে ভালো নামের একটি ডোমেইন কিনে রেখে ভবিষ্যতে সেটাকে বেশি দামে বিক্রীর জন্য কেনা ডোমেইনটি কোন সাইটে রাখাটায় হচ্ছে ডোমেইন পার্কিং। নিচের উদাহরণ টি পড়লে আশা করি আরও ভালো বুঝতে পারবেন-

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগের পাশাপাশি, ব্যবসায়ীক কাজের জন্যও ইন্টারনেটের ব্যবহার বেড়েই চলেছে । যার ফলে দিন দিন বেশিরভাগ ব্যবসায়ীক প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা একটি ওয়েবসাইটের মাধ্যমে সবার সামনে প্রকাশ করছে । যেমন ধরুন বাংলাদেশের অনেক ছোট-বড় কোম্পানি তাদের নামে নিজস্ব ওয়েবসাইট তৈরি করে নিজেদের পণ্য ও সেবা সবার কাছে পৌঁছে দিচ্ছে। ঠিক এরকম অনেক ছোট-বড় কোম্পানি দেশে-বিদেশে রয়েছে যাদের কিনা এখনও অব্দি কোন ওয়েবসাইট তৈরি করা নাই। তার প্রেক্ষিতে আপনি যদি এরকম ডেমোইন আগেই কিনে রাখেন আর পরে তারা যখন ওই ডোমেইন খুজবে এবং না পেয়ে আপনার ডোমেইনটি কিনার জন্য অফার করবে। ঠিক তখনই আপনি পূর্বের নির্ধারিত কেনা দামের চেয়ে বেশি দামে বিক্রী করার সুযোগ পাবেন। এই পুরো প্রক্রিয়াটা হলো ডোমেইন পার্কিং (Domain Parking).

যেখানে ডোমেইন পার্কিং করতে পারবেনঃ
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ডোমেইন পার্কিং সাইট হচ্ছে –
Sedo. com
Dan. com
epik. com
Domainsx
ToughDomains
Bodis
Above ইত্যাদি ।

আর্টিকেল ক্রেডিট: Monir Hossain, hostingreviews
 
Top