• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন?

chayan

Staff member
Administrator
#1
ডোমেইন নাম বলতে সাধারনভাবে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায়। প্রত্যেক ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস (IP Address) থাকে। যেমনঃ 66.220.159.255. সাধারণত আইপি অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইট মনে রাখা কষ্টসাধ্য। তাই মনে রাখার সুবিধার জন্য আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেইন নাম ব্যবহার করা হয় বা রেজিস্ট্রেশন করতে হয়।
ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন?

অনলাইনে যদি নিজের সার্ভিস বা বিজনেস সম্পর্কিত একটি সাইট প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনাকে অবশ্যই ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে।

কথায় আছে টাইম এবং ডোমেইন কারও জন্য অপেক্ষা করে না। তাই আপনি যদি আপনার পছন্দের কোন ডোমেইন কিনে না থাকেন তাহলো দ্রুত কিনে নিন। নাম সুন্দর হইলে পরে সেটা অন্যর কাছে সেল করতে পারবেন।

আর্টিকেল ক্রেডিটঃ Monir Hossain
 
Top