• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

গ্লোবালি সব থেকে বেশি পরিমান ডোমেইন অকশন হয়ে থাকে গোড্যাডী অকশন মার্কেট প্লেসে।

chayan

Staff member
Administrator
#1
গোড্যাডী অকশন মার্কেট থেকে আপনি অনেক ভালো ভালো ডোমেইন কম দামে কিনতে পারেন।

গোড্যাডী অকশন মার্কেট থেকে ডোমেইন কিনতে বা বিক্রি করতে আপনাকে তাদের অকশন মেম্বারশিপ নিতে হবে যা ১ বছরের জন্য ৫ ডলার প্রায়।

আপনি অকশন মেম্বারশিপ নিয়ে যেকোন ডোমেইন ৭ দিনের অকশন কিংবা ফিক্সড প্রাইসে লিস্ট করতে পারেন।

যেহেতু গোড্যাডী অকশনে লাখ লাখ ডোমেইন লিস্ট করা আছে তাই আপনার ডোমেইন সবার নজরে আনতে আপনাকে ডোমেইন প্রতি $2.99 খরচ করে অধিক ক্যাটেগরি সিলেক্ট করতে পারেন।
তাছাড়া প্রায় ৫ ডলার অতিরিক্ত পে করে ফিচার লিস্টিং করতে পারেন ৭ দিনের জন্য।

সব মিলিয়ে আপনাকে একটা ভালো ডোমেইন সবার নজরে আনতে ১০-১২ ডলার খরচ করতে হবে।

খুব ভালো কিওয়ার্ড এবং কনফিডেন্স না থাকলে এখানে এত টাকা খরচ করে ফিচার লিস্ট না করাই শ্রেয়।

তবে আপনি শুধু ৫ ডলার দিয়ে মেম্বারশিপ নিয়ে অকশনে এড করে রাখতে পারেন যদি কারো নজড়ে পড়ে যায়।
তবে এই ধরনের অকশন এক্সপায়ারিং ডোমেইনের জন্য উপযোগী।

গোড্যাডী অকশন থেকে ডোমেইন কিনলে সবসময় রিনিউ+ট্যাক্স মিলিয়ে এক্সট্রা ২০ ডলার ধরে রাখবেন।
যেমনঃ ১০ ডলারে কোন ডোমেইন কিনে থাকলে আপনাকে প্রায় ৩০ ডলার পে করতে হতে পারে।

#Domain #Investment #DomainInvest
আর্টিকেল ক্রেডিটঃ সাইফুল মনি
 
Last edited:
Top