• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন কি সারা জীবনের জন্য কেনা যাবে?

Subrata

Domain investor || Photographer
#1
অনেক সময় মনের মাঝে প্রশ্ন জাগতে পারে "আমি একটি ডোমেইন সারা জীবনের জন্য কিভাবে কিনতে পারব"? 🤔🤔


উত্তরঃ পৃথিবীতে সব কিছুর একটা শেষ আছে তাই না? ঠিক ডোমেইন এরও মেয়াদ শেষ হয়ে থাকে। প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে রিনিউ করতে হয়। আপনি চাইলে
সর্বোচ্চ আপনি ১০ বছরের জন্য ডোমেইন কিনতে পারবেন।
১০ বছর পর আবার রিনিউ করতে হবে।
আশা করি বুঝতে পেরেছেন?


আর যদি ডোমেইন নিয়ে কোন প্রশ্ন থাকে তা গ্রুপে পোস্ট করে দিন আর না হয় bgd.com.bd ফোরামে পোস্ট করে দিন। আমাদের টিম ২৪ ঘন্টা রেডি আছেন আপনার হেল্প করার জন্য।
ধন্যবাদ!
 
Top