• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ব্যাক্তি ও কোম্পানির নামে ডোমেইনের প্রয়োজনীয়তা

Subrata

Domain investor || Photographer
#1
নিজের নামের বা কোম্পানির নামের ডোমেইনএর প্রয়োজনীয়তা

আপনি কি নিজের নামে ডোমেইন রেজিষ্ট্রেশন করেছেন?

উত্তর যদি না হয়। তাহলে এখনি নিয়ে নিন। .com না পেলে .me নিয়ে নিন, না পেলে .info নিয়ে নিন। নিজের নামের ডোমেইন দিয়ে পোর্টফলিও সাইট বানাবেন। এতে আপনার সার্ভিস প্রমোট করতে পারবেন।
নিজের নামে ব্লগ খুলতে পারবেন। লক্ষ্য করলে দেখবেন যে অনেক জায়গায় আপনার ওয়েবসাইট এড্রেস চায়। না থাকলে দিবেন কিভাবে?

দেরি না করে আজই নিজের নামের ডোমেইন সংগ্রহ করে রাখুন।

দেখুন এডমিনদের নিজস্ব ওয়েবসাইটঃঃ
চয়ন ভাইয়ের ওয়েবসাইটঃ Chayan.info
নোমান ভাইয়ের ওয়েবসাইটঃ Numan.cc
শফিক ভাইয়ের ওয়েবসাইটঃ Shafiq.info
আমার নিজেরঃ Subratadas.info (শুধু ডোমেইন কিনে রেখেছি) শুধু নামের প্রথম অংশ দিয়ে খালি পাই নি। তাই পূর্ণ নাম দিয়ে নিতে হয়েছে।

কোম্পানির নামে ওয়েবসাইট এর জন্য ডোমেইন প্রয়োজন। এটা তো আর বলে শেষ করা যাবে না। কোম্পানির সব কিছু অনলাইনে দেখাতে পারবেন ওয়েবসাইট এর মাধ্যমে।

আগেই যদি না কিনে রাখেন তাইলে মোটা অংকের টাকা গুণতে হবে।

যদি আগেই নিজের কাছে রেজিষ্ট্রেশন করে রাখেন তাহলে নিজের ডোমেইন নিজের কাছেই থাকলো।

ধন্যবাদ!
 
Top