• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন খালি আছে কি না কিভাবে চেক করবেন?

Subrata

Domain investor || Photographer
#1
হঠাৎ মাথায় আসে একটা ডোমেইন নাম। খালি আছে কি না?

তখন চেক করতে গিয়ে নানান সমস্যায় পড়তে হয়।

যেমন যে সাইটে গিয়ে চেক করলেন খালি আছে কি না?
হ্যাঁ! দেখলেন available তখন হয়তো কিনলেন না। কারণ আপনার কার্ড এ ডলার নাই বা বিকাশে টাকা নাই।

কিন্তু যখন টাকা লোড করলেন তখন দেখেন ঐ ডোমেইন খালি নেই।

আসলে অনেক কোম্পানি আছে যাদের ওয়েবসাইটে গিয়ে চেক করলে নিজেরাই রেজিষ্ট্রেশন করে রেখে দেয়।

আমি নিজে চেক করি whois.com and Domainr.com থেকে...
যাতে আমার ডোমেইন অন্য কোন কোম্পানি না রেজিষ্ট্রেশন করে।

তবে হ্যাঁ ডেটা কমবেশি সব জায়গা থেকেই চুরি হতে পারে।

ধন্যবাদ! ভূল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
 
Top