• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

এক্সপেয়ার্ড ডোমেইন নিয়ে কিছু কথা-২

Shafiq

I am a wordpress developer and domain investor.
Moderator
#1
পুরাতন বা এক্সপায়ার ডোমেইন নির্বাচন করার সময় সুন্দর উচ্চারন এবং ছোট নাম খুজবেন সব সময়।
আপনি যেটার অর্থ জানেন না সেই ডোমেইন কখনোই নিতে যাবেন না। ডোমেইন নির্বাচন করার পর সবার আগে ডোমেইনের হিস্টরী টা দেখতে হবে।
এর জন্য আপনি- whoisrequest.com সাইট ব্যাবহার করতে পারেন।
এবং অবশ্যই পুরাতন ডোমেইনের ক্ষেত্রে ডোমেইন টি এডসেন্ড ব্যান কিনা তাও দেখে নিবেন।
এর জন্য - adsensechecker.com সাইট ব্যাবহার করতে পারেন।
 
Last edited:
Top