• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

এক্সপেয়ার্ড ডোমেইন নিয়ে কিছু কথা।

chayan

Staff member
Administrator
#1
নিজের জানা ব্যক্তিগত কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই প্রশ্ন করি চার লেটার এর .net .org এর ভ্যালু কেমন।। অনেকেই বলেন চার লেটারের যদি ডিকশনারি ওয়ার্ড হয় তাহলে ভ্যালু আছে।। সেটা সবাই বুঝে যে ডিকশনারি ওয়ার্ডের ভ্যালু আছে। সে যাই হোক, চারটা লেটার এর মধ্যে অনেকগুলোর ট্রামস কন্ডিশন থাকে যেমন, abbreviation, আরেকটা হচ্ছে acronyms. যদি চারটি অক্ষরে আপনি অনেকগুলো Abbreviation or Acronyms আছে এমন কোম্পানিগুলোকে টার্গেট করে কিনতে পারেন তাহলে হয়তোবা ভ্যালু পেতে পারেন তবে একটা কথা বলা বাহুল্য যদি আপনি ভালো মার্কেটিং করতে পারেন।

কোম্পানি ছাড়াও চারটি অক্ষর দিয়ে অথবা তিনটি অক্ষর দিয়ে যদি অনেক acronyms or abbreviation থাকে এইরকম ডোমেইন আপনি যদি মনে করেন বিক্রি করতে পারবেন তাহলে কিনতে পারেন।। উল্লেখ্য যে এই সকল ডোমেইন নির্ভর করে অনেকটা আপনার মার্কেটিং পলিসির উপর। আরও পড়ুন এক্সপায়ার্ড ডোমেইন কিভাবে কিনবেন এবং কেনার সময় যে বিষয় গুলো খেয়াল রাখতে হবে।
আরেকটা বিষয়, অনেক সময় আমরা যখন কারো পোস্টে দেখি, অনেক বছরের পুরাতন ডোমেইন বিক্রি হবে, অথবা দেখি [উনিশশত কয়াত্তর সাল থেকে টানা রিনিউ করা ডোমেইন বিক্রি করা হবে] তখন কোন কিছু যাচাই বাছাই না করেই হুটহাট কিনে ফেলি এরকম করা যাবে না।। এ বিষয় নিয়ে নিচে বলতেছি….

“আপনার নিজস্ব টাকা যতক্ষণ আপনার হাতে থাকবে ততক্ষণ আপনি ধনবান”
এখন আরেকটা বিষয় বলি, এই সকল পুরাতন ডোমেইন কোথায় পাওয়া যায়।
[expired domain auction]
কিছু ডোমেইন আছে যে ডোমেইনগুলো ইউজার ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে রিনিউ করে না।তখন কিছু স্বনামধন্য কোম্পানি (যেমন: GoDaddy, Dynadot, Namesillo, Dropcatch, nameliquidate ) এই ডোমেইনগুলো মেয়াদ থাকা অবস্থায় এক্সপেয়ার্ড অকশন দেয় (expired domain auction)।। দাম অনেকটা রেজিস্টার এর উপর নির্ভর করে আবার অনেকটা পাবলিকলি অকশন থাকে। GoDaddy এর এক্সপার্ট অপশন buynow প্রাইস মিনিমাম ৮ ডলার ১০ ডলার থাকে। অন্য প্রায় সকল রেজিস্টারে মিনিমাম বিড দিয়ে শুরু হয়। এখান থেকে নিলামের যখন আমরা ডোমেইনগুলো ক্রয় করি তখন সেই ডোমেইন গুলোর মেয়াদ পূর্বের মেয়াদটি চলমান থাকে হঠাৎ হু ইজ সর্বপ্রথম রেজিস্ট্রেশন ডেট বলবৎ থাকে।। এটা বলার কারণ হচ্ছে আপনারা অনেক সময় কমেন্ট করেন ওই সময় আপনি কোথায় ছিলেন আপনার তো জন্মই হয় নাই তাইলে ডোমেইনটি কিভাবে রিনিউ করলেন?
এক্সপায়ার্ড ডোমেইন অকশন নিয়ে আরও কিছু আর্টিকেল আমি দেব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন।

আর্টিকেল লেখকঃ Numan Ahmed Habir
 
Top