• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

সিটি/City ডোমেইন এক্সটেনশন নিয়ে কিছু কথা।

chayan

Staff member
Administrator
#1
DAB গ্রুপে ভাইরাল একটি ডোমেইন এক্সটেনশন হলো সিটি/City ডোমেইন।
সিটি ডোমেইনের মাধ্যমে একটি শহরকে ভালোভাবে তুলে ধরা যায়।যেমন ধরেন, sylhet.com এর থেকে sylhet.city এর মান অনেক বেশি। কেননা, সিলেট একটি ( সিটি ) শহর। কারণ সিলেট নামে সাথে সিটি ডোমাইন অনেক সুন্দরভাবে মানায়। সিটি ডোমেইন দিয়ে আপনি শহরকেন্দ্রিক ওয়েবসাইট করতে পারেন।


এক কথায় বলতে গেলে, বিভিন্ন দেশের বড় বড় শহরের নাম এর সাথে ডট সিটি ডোমেইন মানানসই।
কোন দেশের বড় বড় শহর বা জনপ্রিয় শহরের নামের সাথে মিল না থাকলে সিটি ডোমেইনের কোন দাম নেই।তাই আপনারা চেষ্টা করবেন কোন শহরের নামের সাথে মিল রেখে এই ডোমেইনটি রেজিস্ট্রেশন করার।

সিটি ডোমেইনের রেজিস্ট্রেশন ফি এবং রিনিউ ফি কত ?
সাধারণত রেজিস্ট্রেশন ফি এবং রিনিউ ফি ২৫ ডলার থেকে ৭০ ডলারের ভিতর হয়ে থাকে। এ ক্ষেত্রে বিভিন্ন রেজিস্টার ভিন্ন ভিন্ন ফি নিয়ে থাকে ।
আবার অনেক রেজিস্টার কোম্পানি আছে তারা প্রথম বছরের
জন্য সিটি ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য অফার করে। ৫ ডলার থেকে ১০ ডলার রেজিস্ট্রেশন ফি নিয়ে থাকে।
কোন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে বলতে পারেন।
 
Top