• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

মার্কেটে যেসব ডোমেইন এর লিকুয়িড ভ্যালু রয়েছে , তা জেনে নিন।

chayan

Staff member
Administrator
#1
লিকুয়িড ডোমেইন ইনভেস্ট এর মাধ্যমে, বছরে আপনার লাভ দ্বিগুণ বা তিনগুণ করে কিংবা ৫০০% বৃদ্ধি করে ফেলতে পারে।

ডট কম ডোমেইন এক্সটেনশনের ভিতর, ডোমেইন এর তথ্য গুলো তুলে ধরা হলোঃ

২ লেটার, ৩ লেটার ও ৪ লেটারের ডোমেইন গুলো মার্কেটে লিকুয়িড ভ্যালু বহন করে।

উদাহরণ স্বরূপঃ ab.com, abc.com ও abcd.com . আরো পড়ুন, শর্ট ডোমেইন নেম

ডট কম ডোমেইন এক্সটেনশনের ভিতর, শর্ট ডোমেইন নাম গুলোর দাম কেমন হয়ে থাকে ?
  • ২ লেটারের ভিতরে যদি আপনি কিনতে চান। তাহলে আপনার বাজেট ১ + কোটি টাকার উপরে থাকতে হবে।
  • ৩ লেটারের ভিতরে যদি আপনি কিনতে চান। তাহলে আপনার বাজেট ১০ + লাখ টাকার উপরে থাকতে হবে।
  • ৪ লেটারের ভিতরে যদি আপনি কিনতে চান। চার লেটারের যে নাম গুলো উচ্চারণ করতে খুব সহজ ও শ্রুতিমধুর হয়। তাহলে আপনার বাজেট ১০ + লাখ টাকার উপরে থাকতে হবে। আর যদি উচ্চরণ সহজ না হয়ে থাকে ও শ্রুতিমধুর না হয়। তাহলে ১০ থেকে ১৫ হাজার টাকার ভিতরে কিনতে পারবেন।

লিকুয়িড জেনেরিক ডোমেইনঃ

প্রধান কীওয়ার্ড গুলো জেনেরিক কীওয়ার্ড হিসাবে পরিচিত, জনপ্রিয়, বিস্তৃত অনুসন্ধান পদ। এই পদগুলি সাধারণত এক বা দুটি শব্দ হয়।
উদাহরণঃ

Limit, Cooler, Running shoes, Diapers, Sticky note, Slot car, Motorcycle suspension, Revolver Etc. এই ধরনের কীওয়ার্ড গুলোকে জেনেরিক ওয়ার্ড বলা হয়।
ডট কম ডোমেইন এক্সটেনশনের ভিতর, জেনেরিক কীওয়ার্ড ডোমেইন নাম গুলোর দাম কেমন হয়ে থাকে ?
জেনেরিক কীওয়ার্ড এর ডোমেইন গুলোর দাম ৫০ হাজার ডলার থেকে ৫ লক্ষ ডলার পর্যন্ত হয়ে থাকে। আবার মাঝে মধ্যে ৫ লক্ষ ডলারের বেশি দাম হয়ে থাকে।
লিকুয়িড নিউমেরিক সংখ্যা ডোমেইনঃ
খাঁটি সংখ্যার সমন্বয়ে গঠিত হয়ে থাকে নিউমেরিক ডোমেইন।
যেমনঃ 12.com, 123.com, 1234.com ও 12345.com Etc.
নিউমেরিক সংখ্যার উপর ভিত্তি করে, সব থেকে বেশি ওয়েবসাইট তৈরি হয়ে থাকে চীনে। এই বিষয় আরো বিস্তারিত জানতে, এই আর্টিকেলটি পড়ুনঃ নিউমেরিক সংখ্যা ডোমেইন


ডট কম ডোমেইন এক্সটেনশনের ভিতর, নিউমেরিক সংখ্যা ডোমেইন গুলোর দাম কেমন হয়ে থাকে ?
  • দুই সংখ্যার ভিতরে নিউমেরিক ডোমেইন এর দাম হয়ে থাকে, ১ কোটি টাকা বা তার বেশি।
  • তিন সংখ্যার ভিতরে নিউমেরিক ডোমেইন এর দাম হয়ে থাকে, ১৫ লাখ টাকা বা তার বেশি।
  • চার সংখ্যার ভিতরে নিউমেরিক ডোমেইন এর দাম হয়ে থাকে, ১০ লাখ টাকা বা তার বেশি।
  • পাঁচ সংখ্যার ভিতরে নিউমেরিক ডোমেইন এর দাম হয়ে থাকে, ১ লাখ টাকা বা তার বেশি। তবে বর্তমান মার্কেট অনুযায়ী পাঁচ সংখ্যার নিউমেরিক ডোমেইন গুলোর লিকুইড ভ্যালু হয়েছে। তাই মাঝেমধ্যে মার্কেটে সেল রিপোর্টে দেখা যায় ২০ হাজার ডলারে ও বিক্রি হয়ে থাকে পাঁচ সংখ্যার নিউমেরিক ডোমেইন গুলো।
আর্টিকেলটি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন কিছু না বুঝলে কমেন্ট বক্সে বলতে পারেন। প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব।
প্রবন্ধটির ক্রেডিট এবং রিসার্চঃ চয়ন মোল্লা। লেখক এর অনুমতি ছাড়া প্রবন্ধটির অনুলিপি অন্য কোথাও শেয়ার করা যাবে না।
 
Top