• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

মার্কেটপ্লেস/আফটার মার্কেট নিয়ে প্রাসঙ্গিক কিছু আলোচনা:

Numan

99bucket.com
Administrator
#1
মার্কেটপ্লেস/আফটার মার্কেট নিয়ে প্রাসঙ্গিক কিছু আলোচনা:

মার্কেটপ্লেস: মার্কেটপ্লেস হচ্ছে এমন একটি জায়গা/প্লাটফর্ম যেখানে অনলাইনে ডোমেইন কেনাবেচা হয়।

বিক্রির ধরণ:
০১/ অফার/ কাউন্টার অফার/ বাই নাও (ফিক্সড প্রাইস)
০১/ অকশন (নিলাম): (ইউজার কর্তৃক নিলাম ও রেজিস্টার কর্তৃক এক্সপায়ার্ড অকশন)

বিশ্বের স্বনামধন্য কিছু মার্কেটপ্লেস:
০১/ Godaddy : এখানে ছোট বড় মাঝারি আকারের/দামের প্রচুর ডোমেন প্রতিদিন অকশন হয়। অনেক সময় সর্বনিম্ন ৫, ৮, ১০ ডলার দিয়ে অনেক পুরাতন ডোমেইন ফিক্সড প্রাইসে পাওয়া যায়।
০২/ Dropcatch: প্রতিদিন ব্যাক অর্ডার হতে প্রাপ্ত ডোমেইনগুলো প্রচুর দামে বিক্রি হয়। ইউজার কর্তৃক যে ডোমেইনগুলো অপশন দেওয়া হয় খুব ভালো কী-ওয়ার্ড এর না হলে বেশি দামে সেল হওয়ার সম্ভাবনা কম।
প্রতিদিন pre-release (এক্সপায়ার ডোমেইন অকশন) অনেক পুরাতন ডোমেইন অনেক সময় সর্বনিম্ন 10 ডলার অফারে পাওয়া যায়।
০৩/ Dynadot: এখানেও সব ধরনের অকশন হয়। তবে এক্সপায়ার্ড অকশনে। তবে এক্সপায়ার্ড অকশনে প্রতিদিন ভালো ভালো ডোমেন অনেক সময় ন্যূনতম ১২$ এ পাওয়া যায়।
০৩/ Namesilo: এখানে এক্সপেয়ার্ড অকশন সর্বনিম্ন 1 ডলার থেকে শুরু। কমবেশি প্রচুর নিলাম হয় প্রতিদিন।
০৪/Nameliquidate: এটা মূলত epik কোম্পানি থেকে পরিচালিত হয়।। অনেক পুরাতন ডোমেইনগুলো প্রায় সময়ই সর্বনিম্ন 9 ডলারে পাওয়া যায়।

উল্লেখ্য যে, প্রত্যেকটি এক্সপেয়ার্ড অকশন এর সাথে তার রেনেওয়াল প্রাইস সংযুক্ত হবে।
যাদের পুরাতন ডোমেইন কেনার নেশা আছে তারা উপরিক্ত মার্কেটপ্লেসগুলোর প্রতিদিন একবার ভিজিট করতে পারেন।
তাছাড়াও প্রতিদিন অনেক ডোমেইন ড্রপ আউট হচ্ছে। এখান থেকেও nameinvestors.(com ) টুলের মাধ্যমে ভালো ভালো ডোমেইনগুলো হ্যান্ড রেজিস্ট্রেশন করতে পারেন। অথবা backorder করতে পারেন।‌
আপনাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষায় থাকবো। ইনশাআল্লাহ আবার আসবো নতুনত্ব নিয়ে।
#bgd #bargaindomain #bargaindomainbd #numan
 
Top