• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ব্রান্ডেবল ডোমেইন নাম।

chayan

Staff member
Administrator
#1
যে ডোমেইন নামগুলোর নির্দিষ্ট কোনো মানে নেই। তবে, উচ্চারণ করতে খুব সহজ ও শ্রুতিমধুর এবং নামের বানান অনেক সহজ হয়। এই ধরনের নাম গুলোকে আমরা ব্রান্ডেবল ডোমেইন নাম বলতে পারি।উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমনঃ ইভ্যালী , দারাজ , এনভ্যাটো ইত্যাদি।

ব্রান্ডেবল ডোমেইনের আসলে তেমন কোন ভ্যালু নেই। যদি এর ইন্ড ইউজার থাকে তাহলে বেশ ভ্যালু পাওয়া সম্ভব।

যেমনঃ ইভ্যালী ডট কম ৫ বছর আগে ১০ ডলার দিয়েও কেউ ক্রয় করত কিনা কে জানে ?

আর যখন বাংলাদেশে ইভ্যালী ডট কম ডট বিডি নামে একটা কোম্পানি গড়ে উঠেছে এবং ইভ্যালী নামের প্রচুর ভ্যালু ক্রিয়েট হয়েছে, তখনই ইভ্যালী ডট কম ডোমেইনের দাম কোটি টাকার কাছাকাছি হয়ে গেছে।

ব্রান্ডেবল ডোমেইন বিক্রির জন্য ইউজার পেতে সাধারণত দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। আপনি ৫ লেটার বা ৬ লেটার এর সুন্দর, শ্রুতিমধুর উচ্চারণ করা যায় এমন ডোমেইন কিনে বসে থাকতে পারেন। তবে কবে বিক্রি হবে সেটা কেউ বলতে পারে না।
 
Top