• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

বিভিন্ন স্থানের নামে ডোমেইন।

chayan

Staff member
Administrator
#1
বিভিন্ন শহর বা দেশের নাম, সাথে ধরে নিন ঐ সব দেশের বিভিন্ন স্থান যা বর্তমানে বা ভবিষ্যতে জনপ্রিয় হবে।

ভালো ধারনা করা যায় সে সব জায়গার ডোমেইন নেইমের দাম হু হু করে বেড়ে যাবে। যখন সেসব জায়গা আসলেই জনপ্রিয় হবে। বুঝানোর জন্যে একটা উদাহারণ ১০ বছর পরে বর্তমানে যে সেইন্ট মার্টিন আছে তা নিশ্চয় আরো জনপ্রিয় হবে।

তথ্য প্রযুক্তিতে এগিয়ে গিয়ে ততদিনে বাংলাদেশও অনলাইনে কেনাকাটার উপরে সম্পুর্ন নির্ভর হয়ে পড়বে, এমন অবস্থায় আপনি যদি সেইন্ট মার্টিনে কোনো হোটেল বা অন্য কোনো জিনিসের নাম দিয়ে ডোমেইন নেইম কিনে রাখতে পারেন যা অদূর ভবিষ্যতে ভালো একটি ব্যাবসার ক্ষেত্রে পরিনত হবে।

তাহলে, নিশ্চিত থাকুন কিছু বছর অপেক্ষা করে সেই ডোমেইনটি বিক্রি করেই আপনি লাখপতি হয়ে যেতে পারবেন এবং বিনিয়োগের ১০ গুন উপার্জন করতে পারবেন!
 
Top