• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ফোরামে যেভাবে আপনি ডোমেইন বিক্রি করার জন্য লিস্ট করবেন।

chayan

Staff member
Administrator
#1
সর্বপ্রথম যে কাজ করবেন তা হল ফোরামে একটা অ্যাকাউন্ট খুলে নিবেন।
Domains For Sale ক্যাটাগরি ওপেন করবেন। তারপর Post thread অপশনে ক্লিক করবেন। thread title এ আপনি আপনার ডোমেইন টির নামে দিবেন।

নিচের প্যারাগ্রাফ বক্সের ভিতরে দিবেন।

আপনার ডোমেইন সম্পর্কে কিছু বিবরণঃ
ডোমেইনঃ
বিক্রয় মূল্যঃ
মিনিমাম অফার মূল্যঃ
রেজিস্টারঃ
ডোমেইন ট্র্যান্সফারঃ
রেজিস্ট্রেশন ডেটঃ
এক্সপায়ার ডেটঃ
প্রেমেন্টঃ
যোগাযোগঃ

এখানে উদাহরণ হিসেবে আপনাদের দেখানো হলোঃ
THREAD TITLE: DIPLEG.COM ডোমেইনটি বিক্রি করা হবে।


ডোমেইন সম্পর্কে কিছু বিবরণঃ DipLeg ( ডিপ লেগ ) শব্দটি ব্যবহার হয়ে থাকে, বিজ্ঞানীদের Investigation ( গবেষণা বা তদন্ত ) এর ক্ষেত্রে।
যেমনঃ Bulk Engineering , cyclone , Technology , এই সব ইত্যাদি বিষয়ে গবেষণার ক্ষেত্রে dipleg শব্দটি ব্যবহার হয়ে থাকে। ইতিমধ্যে প্রচুর আর্টিকেল লেখা হয়েছে dipleg সম্পর্কে এবং কিছু বইও প্রকাশিত হয়েছে।
আপনারা আরো জানতে "dipleg" শব্দটি লিখে গুগোল সার্চ করতে পারেন। তাহলে, DipLeg সম্পর্কে প্রচুর তথ্য পাবেন।
ডোমেইনঃ DipLeg.com
বিক্রয় মূল্যঃ ৩৫ হাজার টাকা।
মিনিমাম অফার মূল্যঃ ১০ হাজার টাকা।
রেজিস্টারঃ Epik Inc.
ডোমেইন ট্র্যান্সফারঃ Push domain, Transfer ownership
রেজিস্ট্রেশন ডেটঃ 2020-05-07
এক্সপায়ার ডেটঃ 2021-05-07
প্রেমেন্টঃ বিকাশ / রকেট / ব্যাংক
যোগাযোগঃ 01910434379
 
Last edited:
Top