• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ফেসবুকে কেন ডোমেইন ব্লক হয় ?

chayan

Staff member
Administrator
#1
যখন কেউ কোন সাইট তৈরি করে। সেই সাইটের লিঙ্ক বা ইউআরএল ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার করে। তখন ফেসবুক ক্রোলার স্পাম ভেবে ব্লক করে দেয়। আর স্পামিং করলে তো ব্লক করে দিবে। তাছাড়া, সাইট এর লিঙ্ক অতিরিক্ত ফেসবুকে শেয়ার করলে ব্লক হতে পারে। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় অতিরিক্ত ডোমেইন লিঙ্কে রিপোর্টের জন্য ব্লক হতে পারে।

ম্যালওয়ার যুক্ত থিম বা পিএসপি স্ক্রিপ্ট এর জন্য ব্লক হতে পারে। তাছাড়া ক্রিপ্টো বা অনলাইন মানি, গ্যাম্বেলিং, ডেটিং নিয়ে যেকোন সাইট লিঙ্ক ফেসবুকে শেয়ার করলে ব্লক হতে পারে।

আবার, দেখা যায় কিছু ডোমেইন কেনার আগেই ব্লক হয়ে থাকে, এর কারন হলোঃ ডোমেইন টি আগে কেউ ব্যবহার করত স্পামিং এর কাজে তাই ফেসবুক ব্লক করে দিয়েছে। হয়তো দেখা যায় ব্লক হয়ে যাওয়ার কারণে তিনি আর ডোমেইন টি রিনিউ করেন নাই। তার পর আপনি নতুন হিসেবে রেজিস্ট্রেশন করেছেন বা কিনেছেন।

তবে অথরাইজড কোম্পানির ডোমেইন ব্লক করে না। যেমনঃ প্রথম আলো, ইভ্যালী, সনি, নেটফ্লিক্স ইত্যাদি।
আপনার ডোমেইনটি ফেসবুকে ব্লক কিনা চেক করতে এই লিঙ্কে প্রবেশ করুন।
লিঙ্কঃ https://developers.facebook.com/tools/debug/

ডোমেইনের হিস্টোরি চেক করুন।
লিঙ্কঃ https://whoisrequest.com/history/

আপনার ডোমেইনটি যদি ফেসবুকে ব্লক হয়ে থাকে।
তাহলে, আনব্লক এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।
নোটঃ সার্ভিস চার্জ প্রযোজ্য।

ফেসবুক থেকে ডোমেইন আনব্লক এবং সার্চ ইঞ্জিনগুলো থেকে স্প্যাম স্কোর রিমুভ করার জন্য আমারদের সাথে যোগাযোগ করতে পারেন।
নোটঃ সার্ভিস চার্জ প্রযোজ্য ( আলোচনার মাধ্যমে সার্ভিস ফি নির্ধারণ করা হবে )
 
Last edited:
Top