• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

নিউমেরিক সংখ্যা ডোমেইনের কেন অনেক ভ্যালু ?

chayan

Staff member
Administrator
#1
নিউমেরিক ডোমেইনের অনেক ভ্যালু আমরা জানি। তবে এসব সংখ্যার অর্থ কি এবং কেন এত ভ্যালু হয় সেটা আমাদের অজানা। আজ জেনে নেই এসব সংখ্যার পিছনে কি অর্থ আছে।
“0” শুন্য দ্বারা বোঝানো হয়েছে “তুমি” YOU
“2” দুই দ্বারা বোঝানো হয়েছে “ভালোবাসা” LOVE
“4” চার দ্বারা বোঝানো হয়েছে “মৃত্যু” DEATH এই কারনেই এই সংখ্যা যুক্ত যেকোন কম্বিনেশনর নিউমেরিক ডোমেইনের ভ্যালু কম।
“5” পাচ দ্বারা বোঝানো হয়েছে “আমি” I
“6” ছয় দ্বারা বোঝানো হয়েছে “মসৃণ” SMOOTH
“8” আট দ্বারা বোঝানো হয়েছে “সম্পদ” WEALTH এই সম্পদের প্রাচুর্য বোঝানোর কারনে এই ৮ কম্বিনেশনের নিউমেরিক ডোমেইনের ভ্যালু সবচেয়ে বেশি।
“9” নয় দ্বারা বোঝানো হয়েছে “দীর্ঘতা” LONGEVITY
এখানে তথ্যগুলো একজন চাইনিজ ডোমেইন ইনভেস্টর এর থেকে প্রাপ্ত। চায়নাতে গুগুল ব্লকড এবং চাইনিজরা তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহার করে তাই গুগুল থেকে একদম সঠিক তথ্য পাওয়া দুঃস্কর।
আর্টিকেল লিখেছেনঃ Siful Moni
 
Top