• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

নিউমেরিক সংখ্যা ডোমেইন।

chayan

Staff member
Administrator
#1
খাঁটি সংখ্যার সমন্বয়ে গঠিত হয়ে থাকে নিউমেরিক ডোমেইন।

যেমনঃ 12.com, 123.com, 123456789.com Etc.

নিউমেরিক সংখ্যার উপর ভিত্তি করে, সব থেকে বেশি ওয়েবসাইট তৈরি হয়ে থাকে চীনে।

চলুন জেনে নেই এ সব সংখ্যার পিছনে কি অর্থঃ

  • “0” শুন্য দ্বারা বোঝানো হয়েছে “তুমি” YOU
  • “2” দুই দ্বারা বোঝানো হয়েছে “ভালোবাসা” LOVE
  • “4” চার দ্বারা বোঝানো হয়েছে “মৃত্যু” DEATH এই কারনেই এই সংখ্যা যুক্ত যেকোন কম্বিনেশনর নিউমেরিক ডোমেইনের ভ্যালু কম।
  • “5” পাচ দ্বারা বোঝানো হয়েছে “আমি”
  • “6” ছয় দ্বারা বোঝানো হয়েছে “মসৃণ” SMOOTH
  • “8” আট দ্বারা বোঝানো হয়েছে “সম্পদ” WEALTH এই সম্পদের প্রাচুর্য বোঝানোর কারনে এই ৮ কম্বিনেশনের নিউমেরিক ডোমেইনের ভ্যালু সবচেয়ে বেশি।
  • “9” নয় দ্বারা বোঝানো হয়েছে “দীর্ঘতা” LONGEVITY
এখানে তথ্যগুলো একজন চাইনিজ ডোমেইন ইনভেস্টর এর থেকে প্রাপ্ত। চায়নাতে গুগোল ব্লকড এবং চাইনিজরা তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহার করে। তাই গুগোল থেকে এক দম সঠিক তথ্য পাওয়া দুঃস্কর।

নিউমেরিক ডোমেইন সম্পর্কে আপনারা আরও জানতে, নেমপ্রস ফোরামের থ্রেড গুলো পড়তে পারেন।



ডট কম ডোমেইন এক্সটেনশনের ভিতর, নিউমেরিক সংখ্যা ডোমেইন গুলোর দাম কেমন হয়ে থাকে ?

  • দুই সংখ্যার ভিতরে নিউমেরিক ডোমেইন এর দাম হয়ে থাকে, ১ কোটি টাকা বা তার বেশি।
  • তিন সংখ্যার ভিতরে নিউমেরিক ডোমেইন এর দাম হয়ে থাকে, ১৫ লাখ টাকা বা তার বেশি।
  • চার সংখ্যার ভিতরে নিউমেরিক ডোমেইন এর দাম হয়ে থাকে, ১০ লাখ টাকা বা তার বেশি।
  • পাঁচ সংখ্যার ভিতরে নিউমেরিক ডোমেইন এর দাম হয়ে থাকে, ১ লাখ টাকা বা তার বেশি। তবে বর্তমান মার্কেট অনুযায়ী পাঁচ সংখ্যার নিউমেরিক ডোমেইন গুলোর লিকুইড ভ্যালু হয়েছে। তাই মাঝেমধ্যে মার্কেটে সেল রিপোর্টে দেখা যায় ২০ হাজার ডলারে ও বিক্রি হয়ে থাকে পাঁচ সংখ্যার নিউমেরিক ডোমেইন গুলো।
আর্টিকেলটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন কিছু না বুঝলে কমেন্ট বক্সে বলতে পারেন। প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করবো।

আর্টিকেলটির ক্রেডিট এবং রিসার্চঃ সাইফুল মনি এবং চয়ন মোল্লা।
 
Top