• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

নতুন ডোমেইন ইনভেস্টরদের জন্য কিছু কথা

chayan

Staff member
Administrator
#1
নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই !
হুটহাট করে বা হঠাৎ করে কোন ডোমেইন নেম রেজিস্ট্রেশন করবেন না। প্রয়োজনে এক মাস ধরে রিসার্চ করে একটা ডোমেইন রেজিস্ট্রেশন করুন।
আর ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার সময় খেয়াল রাখবেন। আপনার ডোমেইনটি যেন পাঁচ অক্ষরের ভিতর হয় আর ভালো নাম হলে ৬ অক্ষরের ভিতরে যাবেন। পাঁচ বা ছয় অক্ষরের কমের ভিতর পেলে তো আরো ভালো।

.com/.net/.co/.info/.org সব সময় এই টিএলডি গুলোর ভিতরে থাকার চেষ্টা করবেন। ক্ষেত্র বিশেষ বিভিন্ন টিএলডি সাথে মিল থাকে এমন যেকোন টিএলডি আপনি রেজিস্ট্রেশন করতে পারেন।
শুধুমাত্র বাংলাদেশকে টার্গেট করে ডোমেইন ইনভেস্ট করা ঠিক নয়।
কোন কিছু জানার থাকলে এই পোষ্টের কমেন্ট বক্সে বলতে পারেন।
 
Top