• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

দেশের মানুষ ডোমেইন রেজিস্ট্রেশন করার মধ্যমে কিনতে বেশি পছন্দ করে।

chayan

Staff member
Administrator
#1
দেশের মানুষ ডোমেইন রেজিস্ট্রেশন করার মধ্যমে কিনতে বেশি পছন্দ করে। কেননা, ডোমেইন রেজিস্ট্রেশন খরচটা খুব অল্প হয়।

নোটঃ যে ডোমেইন নাম গুলো এখনও রেজিস্ট্রেশন করা হয় নাই অথবা আগে রেজিস্ট্রেশন করা হয়েছিলো রিনিউ না করার জন্য রেজিস্ট্রার কোম্পানি ডিলেট করে দিয়েছে। এই ধরনের ডোমেইন নামগুলো শুধুমাত্র রেজিস্ট্রেশন করার মাধ্যমে কেনা সম্ভাব।

এই মুহূর্তে, ডট কম ডোমেইন এর রেজিস্ট্রেশন অফার চলছেঃ-
  • রেজিস্ট্রার কোম্পানিঃ 123-Reg Limited, £2.99 .COM ( এই অফারটি শুধুমাত্র প্রথম বছরের জন্য প্রযোজ্য। গ্রাহক প্রতি ১ টি ডোমেনে সীমাবদ্ধ এবং কেবল মাত্র তাদের অ্যাকাউন্ট নিবন্ধনের প্রথম ৭ দিনের মধ্যে নতুন গ্রাহকদের জন্য )
  • রেজিস্ট্রার কোম্পানিঃ Dynadot, $6.99 .COM ( এই অফারের যত খুশি তত নেওয়া যাবে )
  • রেজিস্ট্রার কোম্পানিঃ Sav, $6.95 .COM ( এই অফারের যত খুশি তত নেওয়া যাবে )
আরো অনেক রেজিস্ট্রার কোম্পানির অফার থাকতে পারে, আপনাদের কারো জানা থাকলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন।
 
Top